ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ৭ নভেম্বর, ২০২৪ এ ভাষাবিজ্ঞান বিভাগ বনাম লোকপ্রশাসন বিভাগের আজকের ম্যাচে ভাষাবিজ্ঞান বিভাগ ২-১ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ভাষাবিজ্ঞান বিভাগের জার্সি স্পন্সর করেছে ভাষাবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন।(On 7 November 2024, in the Dhaka University Inter-Department Football Tournament, the Department of Linguistics defeated the Department of Public Administration by 2–1 goals. Sohag, a second-year student, was named Man of the Match for his outstanding performance.
It is worth noting that the team jerseys of the Department of Linguistics were sponsored by the Dhaka University Alumni Association of Linguistics (DUAAL)