৩০ নভেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAAL) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সভা আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন এবং নতুন কার্যকরী পরিষদ গঠিত হয় । অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ড মুহাম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মাননা জানানো হয়। ভাষাবিজ্ঞান বিভাগের অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে আরও রঙিন করে তোলে । একজন অ্যালামনাই হিসেবে, আমরা বর্তমান শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে সুযোগ তৈরি করতে পারি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে পারি । আমাদের ছোট ছোট প্রচেষ্টাগুলোও অনেক বড় পরিবর্তন আনতে পারে। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ! আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শুধুমাত্র অ্যালামনাই হিসেবেই নয়, বরং একটি পরিবারের অংশ হিসেবে -আমাদের প্রিয় বিভাগের গৌরবময় ঐতিহ্য আরও সমৃদ্ধ করি। (On November 30, 2024, the 6th Anniversary and Biennial Meeting of the Dhaka University Alumni Association of Linguistics (DUAAL) took place at the R.C. Majumdar Auditorium, University of Dhaka. Over 100 alumni from the Department of Linguistics attended the event, where a new executive committee was elected. The event also honoured Dr. Muhammad Asaduzzaman, former President of the DUAAL, for his appointment as the Director of the International Mother Language Institute. A vibrant cultural program, performed by alumni and students of the Department of Linguistics, added color and joy to the occasion. Now, as alumni, we have the opportunity to create avenues for current students and strengthen our network through transformative social initiatives. Even our smallest efforts can bring about significant change. A heartfelt thank you to everyone who joined us! Let us stay united, not only as alumni but as part of a family and continue to enrich the glorious legacy of our beloved department.)