ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ৪ মে, ২০২৫ তারিখে “Linguistic Landscape in Bangladeshi Urban and Regional Areas: An Inception“ শীর্ষক এক হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদিকা পারভীন তামান্না। প্রবন্ধের আলোচক হিসেবে ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ ইনজামাম। সেমিনারের আহ্বায়ক ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। সেমিনারে বিভাগের শিক্ষকগণ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। (On 4 May 2025, the Department of Linguistics organised a hybrid seminar titled “Linguistic Landscape in Bangladeshi Urban and Regional Areas: An Inception.” The paper was presented by Sadika Parveen Tamanna, Assistant Professor, Department of Bangla, Noakhali Science and Technology University. The discussion on the paper was led by Mr. Mohammad Inzamam, faculty member of the Department of Linguistics. The seminar was convened by Professor Dr. Syed Shahrier Rahman, Department of Linguistics.
The event was attended by faculty members and students from various academic years, providing an engaging platform for academic discussion and exchange on the study of linguistic landscapes in Bangladesh.)