ভাষাবিজ্ঞান বিভাগে ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিভাগের পিএইচডি গবেষক জনাব তানজিয়া সিদ্দিকার পিএইচডি সংক্রান্ত দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ” Analytical Framework for Atypical Speech: A Feature Matrix Approach”। সেমিনারে গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান, বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার অ্যাকাডেমিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। (On Thursday, 30 October 2025, the Department of Linguistics organized the second PhD seminar of Tanzia Siddiqua, a PhD researcher of the department. The title of her presentation was “Analytical Framework for Atypical Speech: A Feature Matrix Approach.” Professor Dr. Syed Shahrier Rahman, the research supervisor, along with faculty members from the Department of Linguistics and other departments, and students, attended the seminar. All participants actively took part in the academic discussion and question–answer session.)