৬ আগস্ট ২০২৫ তারিখ বুধবার ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪ সনের এমএ শ্রেণির থিসিস গ্রুপের শিক্ষার্থীদের মিড-থিসিস প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।এতে বিভাগের ১৪ জন থিসিস শিক্ষার্থী তাদের গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন।এতে গবেষণা কর্মের তত্ত্বাবধায়কসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। (On Wednesday, 6 August 2025, the Department of Linguistics held the Mid-Thesis Presentation session for the MA Thesis Group of the 2024 cohort. Fourteen thesis students of the department presented key aspects of their ongoing research through slides. The session was attended by the respective research supervisors and faculty members of the department.)