ভাষাবিজ্ঞান বিভাগে ১৩ই নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় বিভাগের পিএইচডি গবেষক ইফ্ফাত আরা দোলা-এর পিএইচ.ডি. সংক্রান্ত প্রথম উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। নজরুলের কবিতায় বিদেশী শব্দের ব্যবহার : একটি ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণ (A Linguistic Analysis of Foreign Word Usage in Nazrul’s Poetry) বিষয়ে গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাকিম আরিফ। সেমিনারে গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। (On Thursday, 13 November 2025, at 11:00 a.m., the Department of Linguistics held the first open PhD seminar of Ms Iffat Ara Dola, a doctoral researcher of the department. The researcher presented a paper on her proposed PhD dissertation titled “A Linguistic Analysis of Foreign Word Usage in Nazrul’s Poetry”. Professor Dr Hakim Arif attended the seminar as the discussant. The session was also attended by the PhD supervisor Professor Dr Sakhawat Ansari, along with other faculty members and students of the department.)