Course-teacher Nasima Haque Mitu took the student of BFA 3rd year (Department of Sculpture, DU) to a field-trip at Farashganj kathpatti on1st January 2023. Field-trip for the carving basic course is introduced to the students in this year. The aim of this trip is to familiarize the students with different types of wood, to train them on how to choose the right type of wood for curving and to show them how wood is seasoned locally.
গত ১জানুয়ারি, ২০২২ -এ তৃতীয় বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ড. নাসিমা হক ফরাশগঞ্জ কাঠপট্টিতে দিনব্যাপী পরিদর্শনে যান। উল্লেখ্য তৃতীয় বর্ষ থেকে ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের তক্ষণ ( wood carving) কোর্সটি শুরু হয়। এই কাঠ পট্টি পরিদর্শনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে কাঠের সাথে পরিচয় করিয়ে দেয়া। বৃক্ষের রকম ভেদে কাঠের বৈচিত্র্য, বৈশিষ্ট্য, গুণাগুণের পাঠ দেয়া। পাশাপাশি কাঠ রক্ষনাবেক্ষণ ও সিজনিং স্থানীয়ভাবে কীভাবে করা হয় সে বিষয়েও এ পরিদর্শনে প্রত্যক্ষ পাঠের সুযোগ তৈরি হয়।