আজ ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ভাস্কর্য বিভাগের উদ্যোগে একটি সচিত্র লেকচার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও শিল্প-শিক্ষাবিদ ড. ঝাই চিং “পারফরমেন্স অ্যাজ এ মেথড অব ক্রিয়েটিং আর্ট” শীর্ষক সচিত্র লেকচার প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে ভাস্কর্য বিভাগসহ চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণমূলক এই সচিত্র লেকচার প্রেজেন্টেশনের মাধ্যমে সমকালীন শিল্পকলার ক্ষেত্রে চীন, জার্মানী ও সিংগাপুরসহ বৈশ্বিক পরিমণ্ডলে পারফরমেন্স আর্টের প্রকৃতি, গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে ধারণার বিস্তার ঘটে।
লেকচার প্রেজেন্টেশন অনুষ্ঠান শেষে ভাস্কর্য বিভাগের পক্ষে অধ্যাপক লালা রুখ সেলিম ও সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ বক্তাকে শুভেচ্ছা স্বারক হিসেবে বিভাগীয় প্রকাশনাসমূহের একটি সেট উপহার দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাসিমুল খবির।