ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ সংরক্ষণের জন্য শহিদ মো. আবু সাঈদ মিয়া এবং শহিদ মো. ওয়াসিম আকরাম-এর ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে। শহিদ মো. আবু সাঈদ মিয়া-এর মাতা মোছা. মনোয়ারা বেগম এবং শহিদ মো. ওয়াসিম আকরাম-এর পিতা শফিউল আলম এসব জিনিসপত্র উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
২। ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে শহিদদের স্মৃতি রক্ষার্থে নবনির্মিত এই ভবনের নামকরণ ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ করা হয়েছে। উল্লেখ্য, শেখ মুজিবুর রহমান হলের ১১-তলা বিশিষ্ট ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের কম্পিউটার ল্যাব সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম্পিউটার প্রদান করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হল প্রভোস্টদের কাছে এসব কম্পিউটার হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ৫টি ছাত্রী হল হলো- রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কবি সুফিয়া কামাল হল।
৪। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মেলা উদ্বোধন করেন। মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ্ববিদ্যালয়ের স্টল স্থান পায়। মেলা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স (Eleanor Sanders) সেমিনারে বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬। ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদ্যাপনের অংশ হিসেবে দু’দিনব্যাপী ‘৬ষ্ঠ আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ পালন উপলক্ষ্যে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়। এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘১ম জাতীয় শান্তি উৎসব’ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই উৎসব উদ্বোধন করেন। গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তি র্যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব উদ্যাপিত হয়।
৮। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক ভাষা পদযাত্রা বের করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন।
৯। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসবের মূল আয়োজন ছিল জগন্নাথ হলে। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭২টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত। এছাড়া, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, এবং কবি সুফিয়া কামাল হলেও পৃথক পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
১০। কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিমুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসিবুজ্জামান নাইম যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুষার রানার্স-আপ হয়েছেন। স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সিজান চ্যাম্পিয়ন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. জাকির হোসেন রানার্স-আপ হয়েছেন। অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. নাঈম ইসলাম চ্যাম্পিয়ন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ শাহরিয়ার রাগিব রানার্স-আপ হয়েছেন। সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় চ্যাম্পিয়ন এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. আজিজার রহমান রানার্স-আপ হয়েছেন। শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুয়াইরিয়া ফেরদৌস চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন নীলা রানার্স-আপ হয়েছেন।
১১। ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ড. জিয়া উদ্দিন আহমেদ ও মেজবাহ উদ্দিন আলীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, ২০২২ সালের এম এস পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ অর্জন করায় মো. তানবীর হাছান শিশিরকে ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস)-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘সাইকোলজিক্যাল কেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮২টি বিভাগ অংশগ্রহণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
১৪। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক শোভাযাত্রা বের করে এবং পরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
১৫। অণুজীব বিজ্ঞান বিভাগে ‘Role of Microbiologists in Public Health Responses’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
১৬। বিজয় একাত্তর হলের পাঠকক্ষে শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক উন্নতমানের নতুন ২টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
১৭। জগন্নাথ হলের সঙ্গে সংযুক্ত ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সনের স্নাতক (সম্মান) ও মাস্টার্স ফাইনাল পরীক্ষায় বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ সিজিপিএ/জিপিএ অর্জনকারী মোট ৩৬ জন শিক্ষার্থীকে “জগন্নাথ হল মেরিট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
১৮। শিল্পী পটুয়া কামরুল হাসান-এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ২৯তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতায় নির্বাচিত ৪০টি চিত্রকর্ম নিয়ে “সৃষ্টি তারুণ্যের তুলিতে” শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রিন্টমেকিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Collaborative Wood cut Print’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট ‘বর্তল’-এর উদ্যোগে অনুষদের বকুলতলায় “জলছবি শিশু উৎসব” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকশী কাঁথাকে অনুপ্রেরণার উৎস হিসেবে ব্যবহার করে শিশুদের বই অলংকরণের লক্ষ্যে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল ও চারুকলা অনুষদ যৌথভাবে ‘Threads of Tales: The Nakhshi Kantha Book Project’ শিরোনামে একটি কর্মশালা আয়োজন করে। অনুষদের ৮টি বিভাগ থেকে মনোনীত ২০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে।
১৯। রোকেয়া হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
২০। মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা পিঠা উৎসব ও বারবিকিউ সন্ধ্যার আয়োজন করে। জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে আগত কিছু শিক্ষার্থী অনুষ্ঠানটিতে যোগদান করে।
২১। কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্র্থীদের ন্যায্যতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সীট বরাদ্দ/অর্থ সহায়তা প্রদানের জন্য দু’দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়