শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। সকল অংশীজনকে অবহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রোমোজোম রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত ৩টি গবেষণাকর্মের ফলাফল উপস্থাপন করা হয়েছে। রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব উপায়ে জীবাণু থেকে উৎপন্ন টক্সিনের সাহায্যে এডিস মশা নিয়ন্ত্রণ, জিঙ্ক-ফর্টিফাইড ধানের প্রজাতির উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসন এবং হাশিমোটো থাইরয়েডাইটিস রোগ নিয়ন্ত্রণে এসব গবেষণাকর্ম সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
২। জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত রবীন্দ্র ভবন এবং আবাসিক শিক্ষকদের জন্য নবনির্মিত অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়া, জগন্নাথ হলে বৃক্ষরোপণ কর্মসূচি, ফুটবল প্রিমিয়ার লীগ এবং অমিত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।
৩। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১২টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৮টি, রোকেয়া হলে ২৯টি এবং শামসুন নাহার হলে ২৪টি বাঙ্ক বেড প্রদান করা হয়েছে।
৪। অমর একুশে হলে “Violence in Halls: Causes and Prevention Strategies” শীর্ষক সেমিনার এবং অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়া, হল মসজিদে ইসলামী গ্রন্থাগার উদ্বোধন ও হলের ৫০জন শিক্ষার্থীকে নতুন টবসহ পাতাবাহার গাছের চারা প্রদান করা হয়। এসব গাছের শ্রেষ্ঠ পরিচর্যাকারীদের ৩মাস পর পুরস্কৃত করা হবে।
৫। ফার্মেসী অনুষদের বি. ফার্ম-এর একজন ছাত্রকে চোখের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া, ‘বাঁধন’ এর সহযোগিতায় মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন এলাকায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
৬। চারুকলা অনুষদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্তঃসম্পর্ক উন্নয়ন বিষয়ক সংলাপ আয়োজন করা হয়। অনুষদের পরিবেশ উপ-কমিটি গঠনের মাধ্যমে পলিথিন, প্লাস্টিক বর্জন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
৭। কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪১জন মেধাবী শিক্ষার্থীকে ‘কলা অনুষদ ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়।
৮। অণুজীব বিজ্ঞান বিভাগে ‘এডিটিং টুল, ক্রিসপার-ক্যাস’ বিষয়ক কর্মশালা ও খাদ্য নমুনা পরীক্ষা বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
৯। সলিমুল্লাহ মুসলিম হলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
১০। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বৃক্ষরোপণ ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
১১। পপুলেশন সায়েন্সেস বিভাগ কর্তৃক ‘ÔStrengthening Research and Knowlege Management Capacity of the Department of Population Sciences’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অধীন Technical Assistance Project Proforma/Proposal (TAPP) বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা।
১২। ইংরেজি বিভাগের সংস্কারকৃত ‘ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী ক্লাশরুম’ উদ্বোধন।
১৩। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু।
১৪। পদার্থবিজ্ঞান বিভাগে “Centennial Celebration of Bose Einstein Statistics: Legacy of Dhaka” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়।
১৫। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১ম বর্ষ শিক্ষার্থীদের জন্য ‘Emerging Career Opportunities’ শীর্ষক সেমিনারের আয়োজন। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহায়তায় শিক্ষার্থীদের ৬৬টি ব্যাকপ্যাক এবং ১০টি ল্যাপটপ বিতরণ। শিক্ষার্থীদের মানসিক চাপ ও আঘাত মোকাবিলায় “Trauma Management” শীর্ষক সেমিনারের আয়োজন। এছাড়া, কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে এই বিভাগের ‘ডিইউ-এসেন্ডিং ’ দল অংশগ্রহণ করে ১৪১টি দলের মধ্যে ৫৬তম স্থান অর্জন করে।
১৬। গ্রাফিক ডিজাইন বিভাগে কালার কমপোজিশন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
১৪/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়