ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গঠিত কমিটির এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে--জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানকে উপজীব্য করে প্রত্যেক অনুষদে ১টি করে সেমিনার আয়োজন এবং হল, বিভাগ ও ইনস্টিটিউটসমূহের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা/সেমিনার আয়োজন, ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী আন্ত:বিভাগ বিতর্ক উৎসব আয়োজন এবং জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন।
এছাড়া, গণ-অভ্যুত্থান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ডকুমেন্টারি নির্মাণ করা হবে। শিক্ষার্থী নির্যাতন করার ঘটনা স্মরণে ১৫ জুলাই প্রত্যেক আবাসিক হলে পৃথক কর্মসূচি গ্রহণ করা হবে।
আগামী ১৪ জুলাই রাত ১০টায় এবং রাত ১২টায় আলাদাভাবে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৫ জুলাই ২০২৫ ক্যাম্পাসে এলইডি ডিসপ্লে করা হবে। ১৫ জুলাই থেকে ০৫ আগস্টের মধ্যে যে কোন ১দিন সমাজের সকল শ্রেণির অংশগ্রহণে সর্বজনীন একটি কর্মসূচি গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে একটি প্রকাশনা বের করা হবে। আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে ৩টি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে চীফ রিটার্নিং কর্মকর্তার সভাপতিত্বে রিটার্নিং কর্মকর্তাগণ শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
৪। ইসলামিক স্টাডিজ বিভাগ ‘ইসলামিক সাইকোলজি’ বিষয়ক এক বিশেষ বক্তৃতা আয়োজন করে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও গবেষক এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল এই বিশেষ বক্তৃতা প্রদান করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির ইসলামিক সাইকোলজি সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এন্ড সিভিলাইজেশন-এর অধ্যাপক এবং যুক্তরাজ্যের আল বালাঘ একাডেমির ইসলামিক সাইকোলজি এন্ড কাউন্সেলিং-এর পরিচালক।
৫। ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বিতর্ক উৎসব’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (ডিইউডিএস) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে ।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির অংশ হিসেবে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ জুলাই। সংসদীয় পদ্ধতিতে এই উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৫৪টি দল অংশ নিচ্ছে।
৬। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব একুশ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এনিয়ে টানা ৩ বার তিনি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড।
এছাড়া, মো: তাইম হাওলাদার সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ তাম্র পদক অর্জন করে। গত ০৫ ও ০৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মো: তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং কবি জসীম উদ্্দীন হল রানার্স-আপ হয়েছে। এ প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে। এছাড়া, আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে যৌথভাবে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শেখ জামিল হাসান ও কবি জসীম উদ্দীন হলের রাকিবুল ইসলাম তুষার। ছাত্রীদের গ্রুপে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন শামসুন নাহার হলের জুয়াইরিয়া ফেরদৌস।
৯। আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘নবম ইসল ডে’ (ESOL, English for Speakers of Other Languages) উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
১০। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) আয়োজিত ৩-দিনব্যাপী ‘৬ষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উৎসব উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘নৈশব্দ’-এর মোড়ক উন্মোচন করা হয়। ৩-দিনব্যাপী এই উৎসবে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ভারতের মূকাভিনয় শিল্পী ড্যানি ডেনিস, জুংহুং লি, কিম বং সিউক, নিরঞ্জন গোস্বামী, ইলকার, লি জুং হুন ও পিকপিক পারফর্ম করেন। বাংলাদেশের প্লাটফর্ম ২৫, মূকবলাকা, শাওন মাইম একাডেমি, শাহজালাল সিদ্দিক শরন, দা মামারস, টুটুল, মুস্তাহিদ রিয়াদ, জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা,নাট্যতরী, গোল্লাছুট, মাইম ট্রি, মাইমোটেলসসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। মূকাভিনয় প্রদর্শনীর পাশাপাশি মূকাভিনয় প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, কর্মশালা, সেমিনার ও মুক্ত আলোচনা নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। মূকাভিনয় প্রতিযোগিতায় মাশিয়াত দিহান বহ্নি প্রথম স্থান, জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা দ্বিতীয় স্থান এবং আব্দুল্লাহ ও সাব্বির আহমেদ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই ২০২৫ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুম আহসান খানের রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় এবং শেখ মুজিবুর রহমান হল মসজিদে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত শিক্ষার্থীর স্মরণে ৮ জুলাই ২০২৫ সোমবার ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হয় এবং বিভাগের সকল ক্লাস স্থগিত করা হয়।
১২। ক) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী মো: রকিবুল হাসান-এর “হৃৎকাব্যে প্রকৃতি” শিরোনামে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
খ) চারুকলা ইউনিট আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গ) ভাস্কর্য বিভাগের বিএফএ ২৯তম ব্যাচের উদ্যোগে “উনো-একটি ২৯ প্রযোজনা” শিরোনামে একটি শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ঘ) অনুষদের সকল বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য “র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ” শীর্ষক র্যাগিং বিষয়ক সচেতনতা ও সতর্কতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
১৩। ম্যানেজমেন্ট বিভাগ, একাউন্টিং বিভাগ এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে পরিচিতি সভার আয়োজন করা হয়। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব’-এর আয়োজন করে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে জুম ম্যাগাজিন এবং এই উৎসবের উদ্বোধন করেন।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর আলোচনা হয়েছে।
১৬। শক্তি ইনস্টিটিটের সেমিনার কক্ষে “A Seminar on Microbial Fuel Cell Technology: Introduction, Theory, Design” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১৭। জাপানের রিক্কিও বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে রিক্কিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাওনোরি কুসাকাবে এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা’র সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনা হয়েছে। এসময় জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান এবং একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাংস্কৃতিক দল বিনিময়ের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয়।
১৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডাইনিং সংস্কার, নতুন টাইলস ও মোজাইক স্থাপন, মোজাইক পরিস্কার ও রং করা হয়েছে। হলে নতুন ক্যাটারার নিয়োগ দেয়া হয়েছে। হল ইউনিট বাঁধন এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং বেসরকারী প্রতিষ্ঠান আদ-দ্বীন মাদার কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচি পালন করা হয়। হলের পক্ষ থেকে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। মশা ও মশার লার্ভা নিধনের জন্য ফগার মেশিন ও স্প্রে মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হয়।
১৯। অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। হলের গেইটে সাইকেল পাম্প ও মেরামত টুলস সেট স্থাপন করা হয়। শিক্ষার্থীদের নিয়ে সেল্ফ ব্রেস্ট ক্যান্সার পেস্ট বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে। সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। হলের আবাসিক/অনাবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্রের মেয়াদ হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে।
২০। কবি জসীম উদ্দীন হলের উত্তর ও দক্ষিণ ভবনের নিচতলায় বারান্দার সম্পূর্ণ অংশে টাইলস স্থাপন করা হয়েছে। হলের নিচতলায় অবস্থিত হল সংসদ রুম, রিডিং রুম, ইনডোর গেমস রুম, ডিবেটিং ক্লাব ও বাঁধন অফিসসহ প্রশাসনিক দপ্তরে টাইলস স্থাপনের পাশাপাশি রংয়ের কাজ করে সার্বিক সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
২১। রোকেয়া হলের চামেলী ভবনের ৩য় এবং ৪র্থ তলার বাথরুমে টাইলসের কাজ সম্পূর্ণ হয়েছে। হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২২। IEEE Electron Devices Society ও IEEE Photonics Society Student Branch Chapter-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি সেমিনারের আয়োজন করে। IEEE, AAAS, Optica, SPIE Ges NAI-এর ফেলো এবং যুক্তরাষ্ট্রের University of California, Davis-এর ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাইফ ইসলাম এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
২৩। মৎস্যবিজ্ঞান বিভাগে ‘Indigenous Shrimp Probiotics’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে মৎস্য অধিদপ্তর পরিচালিত সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগের অ্যাকুয়াটিক এনিমেল হেলথ্ গ্রুপ ‘দেশীয় প্রোবায়োটিক্স’ শীর্ষক একটি উপ-প্রকল্প বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে এই কর্মশালা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়ঢ়