ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। উপাচার্যের সভাপতিত্বে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়- (১) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। (২) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থী ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। (৩) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি অথবা অন্য কাঠামোর মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। (৪) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। (৫) যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আন্তঃহল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা শুরু হয়েছে। ইতোমধ্যেই ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এবং হাজী মুহম্মদ মুহসীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে ১৮টি আবাসিক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, সংগীত বিভাগে “শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা”, দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৫তম পুনর্মিলনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক প্রীতিসম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৫। পপুলেশন সায়েন্সেস বিভাগের ““Strengthening Research and Knowledge Management Capacity of the Department of Population Sciences, University of Dhaka” শীর্ষক প্রকল্পের পুনর্গঠিত Technical Assistance Project Proforma/Proposal (TAPP) বিষয়ক প্রস্তাবনা সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।
৬। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আউটডোর স্টাডির আয়োজন করা হয়। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থী খাদিজা তুন নুমানী-এর ‘ECHOES OF SOCIETY’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফরের আয়োজন করা হয়।
৭। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের স্টুডেন্টস ক্লাব কর্তৃক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
৮। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে “৮ম খান খাদিম আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা ও নবীনবরণ” অনুষ্ঠিত হয়। রোকেয়া হলে বাঁধন এর কার্যক্রম পরিচালনার জন্য একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে। কবি সুফিয়া কামাল হলে ছাত্রীদের প্রত্যয় ও প্রদীপ্ত ভবনে দেয়াল সংস্কারের কাজ এবং ক্যান্টিনে ডিপ-ক্লিনসহ রং করার কাজ সম্পন্ন হয়েছে। ছাত্রীদের বিভিন্ন কক্ষে কীটনাশক দেওয়া হয়েছে।
৯। ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘Nanorevolution in Drug Delivery and Electronics’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ন্যানোপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে নানা ধরনের শিল্পখাত ও সেবাখাতে আধুনিক ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং অভিযোজনের মাধ্যমে জনকল্যাণ সাধনের উপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন শিল্পখাত ও সেবাখাতে আধুনিক ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং অভিযোজনের মাধ্যমে জনকল্যাণ সাধনের লক্ষ্যে এবং ন্যানোপ্রযুক্তি নির্ভর গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল রানার্স আপ হয়েছে। ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন ও রোকেয়া হল রানার্স আপ হয়।
১১। শিক্ষা ও সামাজিক কর্মসূচির আওতায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন Pysically Challenged শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২, ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস থেকে বৃত্তির জন্য আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। আবেদন ফরমটি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট www.duaa-bd.org থেকেও সংগ্রহ করা যাবে।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারসহ বিভিন্ন ল্যাবরেটরির আধুনিকায়ন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, চিকিৎসা সেবার উন্নয়নসহ নানা বিষয়ে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি চালুর ব্যাপারে ‘তার্কিশ কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা)দক্ষিণ এশিয়া বিষয়ক সমন্বয়কারীর সঙ্গে উপাচার্যের আলোচনা হয়েছে।
৩০/০১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়