ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, খেলাধুলাসহ সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার থেকে জুমআ’র নামাজ আদায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’য়াসহ অন্যান্য মসজিদে মুসল্লীদের স্থান সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে খুৎবা শেষে বেলা ১.৩০টায় জুমআ’র নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
২। ২০২২ সনের বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ০৬জন মেধাবী শিক্ষার্থী ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। উপাচার্য শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের মো. মিনহাজ উদ্দিন তূর্য, শোভা ইসলাম ও শিমু আক্তার এবং ফলিত গণিত বিভাগের সাইফুল ইসলাম, নাফিয়া মল্লিক ও মো. ইব্রাহিম খলিল।
৩। বিভিন্ন শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০জন মেধাবী শিক্ষার্থীকে জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫। পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬। ‘ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই স্কলারশিপ ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। মূলধন বৃদ্ধির লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেজবাহুর রহমান টিপু ২০ লাখ টাকার একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এ অনুদানের মাধ্যমে এই ট্রাস্ট ফান্ডের মূলধন ৪০ লাখ টাকায় উন্নীত হলো। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Training Program: Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
৮। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. খালিদ মোহিবুল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছারজিল হাসান খান জিদান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শাহীন আলম রানার্স-আপ হয়েছেন। কবি সুফিয়া কামাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিথি রানী চ্যাম্পিয়ন এবং দর্শন বিভাগের শিক্ষার্থী জিকু আক্তার রানার্স-আপ হয়েছেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রেহেনা আক্তার চ্যাম্পিয়ন এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা সুলতানা রানার্স-আপ হয়েছেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মোসা. রিনা খাতুন চ্যাম্পিয়ন এবং দর্শন বিভাগের শিক্ষার্থী আশামনি রানার্স-আপ হয়েছেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খন্দকার আব্দুস সোয়াদ চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ওমর আল সাহারী রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী ফারজানা সুলতানা ঐশি চ্যাম্পিয়ন এবং রোকেয়া হলের শিক্ষার্থী পূর্বিতা পিয়াসি রানার্স আপ হয়েছেন। এছাড়া, আন্তঃহল টেবিল-টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মুহতাসিন আহমেদ হৃদয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হলের শিক্ষার্থী স্যামস্যং বম রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী মোনালি দে রানার্স আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১০। যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫.০০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়। ২০ ফেব্রুয়ারি রাত ৮.০০টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়। ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮.০০টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আছর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৬:৩০টায় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে মৌন মিছিল ও প্রভাতফেরি।
১১। অমর একুশে হলে শরীরচর্চা কেন্দ্র 'দেহঘড়ি', স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ও একুশে ডিবেটিং ক্লাবের অফিস রুম এবং ভাষা মুক্তমঞ্চ শীর্ষক একটি উন্মুক্ত মঞ্চ উদ্বোধন করা হয়। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনা উদ্বোধন করেন। অমর একুশে হলের নিজস্ব অর্থায়নে এসকল স্থাপনা তৈরি করা হয়েছে। শরীরচর্চা কেন্দ্র 'দেহঘড়ি'র জন্য একটি মাল্টিজিম, পাওয়ার র্যাঙ্কিংসহ স্মিথ মেশিন, পাওয়ার টাওয়ার, মাল্টি ওয়েট বেঞ্চ, অ্যাডজাস্টেবল বেঞ্চ, বারবেলসহ অলিম্পিক ওয়েট প্লেট এবং র্যাঙ্কিংসহ বেশকিছু ডাম্বেল সংগ্রহ করা হয়েছে।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব আয়োজিত ‘ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। স্কুল পর্যায়ে মোট ১৮ টি দল, কলেজ পর্যায়ে ২০ টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৩। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ১১জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-- এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী রাকিন নাওয়ার (আনোয়ারুল হক পুরস্কার,সকল মাধ্যমে শ্রেষ্ঠ), বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. ফয়সাল হাসান পাশা (রফিকুন নবী বিশেষ পুরস্কার), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী বনানী সিমলাই (শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী কাজ), বিএফএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী মামুন অর রশিদ লিয়ন (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, তেলরং), বিএফএ ৩য় বর্ষের শিক্ষার্থী ঐশী রানী মন্ডল (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, পেন), বিএফএ ২য় বর্ষের শিক্ষার্থী অভিজিৎ চন্দ্র দে (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, পেনসিল), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী অরৈনি হোসেন অথৈ (কাজী আব্দুল বাসেত স্মৃতি পুরস্কার), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী কৌস্তভ মানি পাঠক (দেলোয়ার হোসেন স্মৃতি পুরস্কার), এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী ঝলক সাহা (মাহবুবুল আমিন স্মৃতি পুরস্কার), বিএফএ ১ম বর্ষের শিক্ষার্থী তানজিলা ইসলাম (শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার) এবং বিএফএ ২য় বর্ষের শিক্ষার্থী সমুদ্র সাহা (বিশেষ পুরস্কার, পেনসিল)। উল্লেখ্য, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বিএফএ এবং এমএফএ-এর ৮১জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সঙ্গে স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা-এর নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। এসময় দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ স্পেন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘The Spanish Language Situation in China’ শীর্ষক দু-দিনব্যাপী এক সেমিনার আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনার উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ টি আসনের বিপরীতে মোট ২১৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে Outcome Based Education (OBE) কারিকুলাম অনুযায়ী দেড় বছর মেয়াদি এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিবছর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে এই দু’টি বিষয়ে অধ্যয়নের সুযোগ পায়।
১৭। ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৮। অণুজীব বিজ্ঞান বিভাগে ““Prevalence of multidrug resistant zoonotic bacteria in integrated farm samples with an emphasis on pathogenic Eshcherichia coli.” এবং “Immunogenicity of an inactivated influenza vaccine among children and pregnant women in rural Bangladesh.” শীর্ষক দু’টি সেমিনার অনুষ্ঠিত হয়।
১৯। সংগীত বিভাগ ঋতুরাজ বসন্তকে সুরের সাথে বরণ করতে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বটতলায় “সংগীতে বসন্ত ১৪৩১” উৎসব পালন করে। জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের ছাত্র-ছাত্রীদের আয়োজনে বসন্ত বরণ ১৪৩১, অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা , কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
২০। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢালিস আম্বার রিসোর্টে একটি রিট্রিট-এর আয়োজন করা হয়। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের জার্নাল, এমফিল/পিএইচডি বিষয়ক নীতিমালা সংশোধন, ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, অনুষদের সার্বিক সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হয়।
২১। দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আরবরিকালচার সেন্টার এবং এস্টেট অফিসের আয়োজনে ‘দেশীয় বৃক্ষের নগর গড়ি, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’ প্রতিপাদ্য ধারণ করে কার্জন হলে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে।
২২। কবি সুফিয়া কামাল হলে পবিত্র শবে-বরাত উপলক্ষ্যে হলের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। প্রযুক্তি ব্যবহারপূর্বক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তথ্য সংরক্ষণের নিয়ম চালু করা হয়। আবাসিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
২৩। সমাজবিজ্ঞান বিভাগে “Post-Western Sociology and the State of Sociology in Bangla Language and Bangladesh.” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র উদ্যোগে ‘প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক সংগঠনের ভূমিকা ও সক্ষমতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়