ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। মেধাবী শিক্ষার্থী সাম্য’র মৃত্যুর ঘটনায় ঢাবি প্রশাসন গৃহীত ধারাবাহিক পদক্ষেপ সমূহঃ
গত ১৩ মে ২০২৫ মঙ্গলবার দিবাগত রাতে বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। সাম্য হত্যার সুষ্ঠ বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ধারাবাহিক পদক্ষেপসমূহঃ
(ক) ঘটনার পরপরই ১৩ মে দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কলা অনুষদের ডিন এবং প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোর তাগিদ দেন। ঘটনার চার ঘণ্টার মধ্যেই তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয় এবং বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
(খ) অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আইনি ও অপরাপর প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। এদিকে ঘটনার পর প্রক্টর এবং তার টিম কয়েকদফা সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাস্থল পরিদর্শন করেন।
(গ) অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে উপাচার্য তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইজিপিসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং অপরাধীদের গ্রেফতারের তাগিদ দেন।
(ঘ) ঘটনার পরপরই ক্রাইম স্পট সংরক্ষণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাগিদ দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আলামত সংগ্রহ করেছে বলে জানায় এবং তারা ফিতা দিয়ে ক্রাইম স্পট সংরক্ষণ করে।
(ঙ) বিশ্ববিদ্যালয় প্রশাসন টিএসসি সংলগ্ন সকল সিসিটিভি ফুটেজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ করেছে।
(চ) সাম্য’র মৃত্যুর ঘটনা তদন্ত এবং এসংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠনের পরপরই কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেন এবং তদন্তের কাজ শুরু করেন।
(ছ) ১৪ মে ২০২৫ উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করা হয়। একইসঙ্গে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র রুহের মাগফেরাত কামনায় ১৬ মে শুক্রবার বাদ জুমা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্যার এ এফ রহমান হল প্রশাসনের উদ্যোগে বাদ আছর হল মসজিদে সাম্য’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট সদস্যবৃন্দ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্টসহ হলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলের পর উপাচার্য নিহত শিক্ষার্থী সাম্য’র কক্ষ পরিদর্শন করেন এবং তার রুমমেটদের সঙ্গে কথা বলেন। এছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিনসহ সিনিয়র শিক্ষক ও সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।
(জ) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন অংশীজন ও সংশ্লিষ্টদের একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়ঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপাচার্যের নেতৃত্বে¡ ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহায়তা প্রদানের আশ্বাস দেন। ইতোমধ্যে এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেইট স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আরেকটি বৈঠক করেন। উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্তসমূহ:
১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট স্থায়ীভাবে বন্ধ থাকবে।
২ সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত তল্লাশি অভিযান চলবে।
৩ সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো স্থায়ী উন্নয়নের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে শিগগিরই একটি তদারকি কমিটি গঠন করা হবে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
৪ সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও লাইটের ব্যবস্থা করা হবে। অধিকতর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির পক্ষ থেকে একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।
৫ সোহরাওয়ার্দী উদ্যানকে একটি নিরাপদ পার্ক হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
(ঝ) বৈঠকের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ইতোমধ্যেই দেয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। একইসঙ্গে উদ্যানের ভেতরে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টরা এসব কার্যক্রম প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন।
(ঞ) উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের ২টি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কালী মন্দির ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুট ওভারব্রীজে ওঠা-নামার সিঁড়ি রাস্তা থেকে সরিয়ে এক প্রান্ত হলের অভ্যন্তরে এবং অপর প্রান্ত কার্জন হলের অভ্যন্তরে স্থাপনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
(ট) সাম্য’র মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধনের জন্য আরেকটি উপ কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তন কনফারেন্স কক্ষে ‘রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির এক সভায় এসব কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
(ঠ) সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ইতোমধ্যে ভাসমান লোক ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চলছে। এছাড়া ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য ৮৫টি বাতি লাগানো হয়েছে। শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের দুইটি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। উদ্যানে আনসারের সদস্য বাড়িয়ে ৪০ জন করা হয়েছে।
(ড) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের চলাফেরা নির্বিঘ্ন করতে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রক্টর অফিসে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্ন করতে কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে সকাল ৬টা থেকে সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি শিফটে দুইজন করে প্রক্টরিয়াল টিমের সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে প্রক্টর অফিসের সহায়তা নিতে তিন হলের ফটকে প্রক্টর অফিসের একটি মোবাইল নাম্বার দেয়া হয়েছে। প্রয়োজনে ছাত্রীরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই তিন হলের সামনে পুলিশের টহল গাড়ি দেয়ার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, বৈঠকে প্রক্টরিয়াল টিমকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
(ঢ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রক্টর এবং সহকারী প্রক্টরবৃন্দের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা, কার্জন হল, দোয়েল চত্বর, কবি সুফিয়া কামাল হল সংলগ্ন এলাকা, টিএসসি ও তদসংলগ্ন মেট্রোরেল এলাকাসহ পুরো ক্যাম্পাসে বহিরাগত, ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়া, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের চলাফেরা নির্বিঘ্ন করতে হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত কার্জন হল সংলগ্ন ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
ণ) শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২০ মে রাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। মৃত্যু’র ঘটনা তদন্ত এবং এসংক্রান্ত আইনি ও অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত ধারাবাহিক পদক্ষেপ ও সার্বিক সহযোগিতার জন্য সাম্য’র পরিবার সন্তোষ প্রকাশ করেছে। উপাচার্য কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সাম্য’র পিতা মো. ফকরুল আলম এই সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর এবং সাম্য’র ৩ ভাই উপস্থিত ছিলেন।
২। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সকলকে উদ্বুদ্ধ করতে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। সনাতন পদ্ধতিতে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কদল অংশগ্রহণ করে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২’ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়েছে। চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত বর্ষবরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তাদের সনদপত্র প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও নববর্ষ উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি’র আহ্বায়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন ও উন্নয়ন অধ্যয়ন, সমুদ্রবিজ্ঞান এবং পর্যটন ও আতিথেয়তা বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়সহ যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা এবং অনলাইন ক্লাস আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবীমার আওতাভুক্ত শিক্ষার্থীদের বিমা দাবি আদায়ের জটিলতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস থেকে এই সংক্রান্ত নির্দেশনাবলী ইতোমধ্যেই সকল হল/বিভাগ/ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:
(ক) প্রতিটি হল/বিভাগ/ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে দৃশ্যমানভাবে স্বাস্থ্যবিমা সম্পর্কিত নির্দেশনাবলী প্রচার করা হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনাবলী ইতোমধ্যে আপলোড করা হয়েছে।
(খ) স্বাস্থ্যবিমা বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটে একজন ছাত্র উপদেষ্টাকে দায়িত্ব প্রদান করা হবে। ছাত্র উপদেষ্টা যথাযথভাবে শিক্ষার্থীদের এ বিষয়ে অবগত করবেন।
(গ) ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাস্থ্যবিমা সংক্রান্ত নির্দেশনাবলী উপস্থাপন করা হবে।
(ঘ) আগামী ৩ মাসের মধ্যে প্রতি বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার মাধ্যমে স্বাস্থ্যবিমা সংক্রান্ত ধারণা প্রদান করা হবে।
(ঙ) বিমা সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ থাকলে, হিসাব দপ্তরের বিমা শাখায় ছাত্র উপদেষ্টার সুপারিশসহ লিখিত অভিযোগ পেশ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়েছে।
(চ) সকল বিভাগ/ইনস্টিটিউটের ওয়েবসাইটেও বিমা সংক্রান্ত সকল নির্দেশনা আপলোড করা হবে।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত দিনের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি এবং বিমা দাবির টাকা শিক্ষার্থীদের একাউন্টে সরাসরি প্রেরণে জন্য বিমা কোম্পানিকে নির্দেশনা প্রদান করেছে।
৬। আগামী ১ জুলাই ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১ জুলাই ২০২৫ সকাল ৯.৩০টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে সকাল ৯.৪৫ টায় উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সকাল ১০.০০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। এসময় জাতীয় সংগীত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সংগীত পরিবেশন করা হবে। সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে তোরণ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।
৭। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। হলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়।
৮। বিশিষ্ট ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘ফেইস অফ লাইফ (Face of Life)’ শীর্ষক সপ্তাহব্যাপী একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মে ২০২৫ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
৯। ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের MCQ পুনঃভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
খ) ‘প্রযুক্তি ইউনিট’-এর অধীনে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটসমূহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের অবসরপ্রাপ্ত ২৭ জন, পদোন্নতিপ্রাপ্ত ৩৪জন এবং নবীন ১৮জন কর্মকর্তা ও কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রেস পরিদর্শন করেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটাতে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এই প্রেসে হাতে কলমে প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস প্রতিষ্ঠিত হয়। পুরনো প্রতিষ্ঠান হিসেবে এই প্রেসে বেশ কিছু ঐতিহাসিক ও দুর্লভ যন্ত্রপাতি রয়েছে। বেশ কিছু এখনও সচল রয়েছে। সার্বিক পরিকল্পনার আওতায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসকে আরও কার্যকর ও আধুনিকায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারের সদস্যবৃন্দ ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তিনজন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। মাসিক দুই হাজার টাকা হারে এক বছরের জন্য প্রত্যেককে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় ৯ম আন্তঃহল জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল চ্যাম্পিয়ন এবং সূর্যসেন হল রানার্সআপ হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানার্সআপ হয়।
প্রতিযোগিতায় হাজী মুহম্মদ মুহসীন হল ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র্র জিতে মোট ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। সূর্যসেন হল ১টি স্বর্ণ ও ২টি তাম্র জিতে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।
ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র্র জিতে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ১টি স্বর্ণ ও ১টি তাম্র জিতে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারীদের অংশগ্রহণে ‘নুরুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মো. নুরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন। কর্ণফুলী, সুরমা, যমুনা, তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, মেঘনা ও পদ্মা নামে ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন করেছেন। এসময় তিনি পলেস্তারা খসে পড়া বিভিন্ন কক্ষ, মসজিদ, ডাইনিং রুম ও পাঠাগার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপাচার্য বলেন, অ্যালামনাইবৃন্দের সহযোগিতায় হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন কক্ষ পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সংস্কার কাজে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় হাজী মুহম্মদ মুহসীন হলের ১১ তলা বিশিষ্ট বর্ধিত ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই সরকারের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পে এই বর্ধিত ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৯৪ লাখ টাকা। বর্ধিত ভবনটি নির্মিত হলে এক হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত ১৬-দিনব্যাপী ‘গবেষণা পদ্ধতি (Workshop on Research Methodology)’ শীর্ষক কর্মশালা চলমান রয়েছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ খ্যাতিমান গবেষকবৃন্দ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেছেন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদ ও তথ্য বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অংশীজনদের মাঝে প্রচার ও প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত সপ্তাহে জনসংযোগ দফতরের উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো হলো ঃ
ক) সাপ্তাহিক হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দের নিকট ই-মেইলে প্রেরণ এবং ওয়েবসাইট ও ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে।
খ) এ সপ্তাহে ৩০টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বৈঠক ও ইভেন্ট কাভার করা হয়। এসব বিষয়ে ছবি, ভিডিও ক্লিপ, ভিডিও প্রতিবেদন ও প্রেস বিজ্ঞপ্তি প্রস্তুত করে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়া এবং সংবাদ সংস্থায় প্রেরণ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজ ‘পেপার ক্লিপিং’-আকারে ডকুমেন্টেশন ও আর্কাইভ করা হয়। পেপার ক্লিপিং ডিজিটালাইজড ফর্মে ওয়েবসাইটে আপলোড করা হয়।
গ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে এগুলো প্রচার ও প্রকাশের ব্যবস্থা করা হয়েছে।
ঘ) সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, ব্যুরো, উপাদানকল্প ও অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক হল ও হোস্টেল এবং দফতরসমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক কর্মকাণ্ড নিয়ে বার্ষিক বিবরণী সম্পাদনার কাজ সম্পন্ন করা হয়েছে। এই বার্ষিক বিবরণীর ছাপানোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ঙ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার, দেয়াল ক্যালেন্ডার ও টেবিল ক্যালেন্ডার ছাপানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সভাপতিত্বে ক্যালেন্ডার প্রকাশনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এই কমিটির সদস্য সচিব ও জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালকের তত্ত্বাবধানে এসব ক্যালেন্ডারের ছবি সংগ্রহ, তথ্য সংগ্রহ, অলংকরণ, সম্পাদনা ও প্রকাশনার কার্যক্রম শুরু হয়েছে।
চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, কেন্দ্র ও অফিসের বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। বিল প্রক্রিয়াকরণসহ সংশ্লিষ্ট কার্য সম্পাদন করা হয়েছে।
ছ) তথ্য অধিকার আইনের আওতায় সাংবাদিক ও সেবা গ্রহীতাদের বিভিন্ন তথ্য প্রদান করা হয়েছে।
১৬। কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ও প্রদীপ্ত ভবনের বিভিন্ন কক্ষে বিশববিদ্যালয় প্রদত্ত ২০০ টি সিলিং ফ্যান স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে, DU Supershop প্ল্যাটফর্মের আওতায় সততা মেডিসিন বক্স স্থাপন করা হয়। উল্লিখিত বক্সে যে সকল মেডিসিন রাখা হয়েছে তার অনুমোদিত তালিকা হল অফিসে জমা রাখা হয়। হলের লন্ড্রী- টেইলার্স পরিচালনা কার্যক্রম চালু করা হয়েছে। হলের ক্যান্টিনসহ সকল খাবার দোকান কর্তৃক সরবরাহকৃত খাদ্যের মান নিয়ন্ত্রণসহ যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মচারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। উল্লিখিত কমিটির তদারকি এবং মূল্যবান মতামত খাবার মান নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
১৭। রোকেয়া হলের চামেলী ভবনে ৩য় ও ৪র্থ তলায় বাথরুম সংস্কারের কাজ চলমান রয়েছে। চামেলী ও অপরাজিতা ভবনে বিটিসিএল এর ইন্টারনেট সংযোগের কাজ চলছে।
১৮। চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক শিল্পী সফিউদ্দীন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯। আন্তর্জাতিক মানসম্মত জার্নাল ‘Journal of Sociology’-তে প্রকাশের জন্য নাজমুল করিম স্টাডি সেন্টার গবেষণা প্রবন্ধ আহ্বান করেছে। সকল প্রবন্ধ একজন বিশেষজ্ঞ রিভিউয়ার দিয়ে মূল্যায়ন করা হবে। বিশেষজ্ঞের ইতিবাচক মতামত পাওয়া গেলে সংশোধন বা বিয়োজন শেষে প্রকাশের জন্য বিবেচিত হবে। নাজমুল করিম স্টাডি সেন্টার থেকে বছরে ২ বার এই জার্নাল (জুন ও ডিসেম্বর) প্রকাশিত হয়। এ বছর বিলম্ব হওয়ায় প্রথম সংখ্যার জন্য ১৫ জুন ও ২য় সংখ্যার জন্য ৩০ অক্টোবর এর মধ্যে গবেষণা প্রবন্ধের ২টি প্রিন্ট কপি ও একটি সফ্ট কপি সেন্টারের ই-মেইল nksc1511@gmail.com -এ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বছর প্রকাশিত জার্নালটির সংখ্যা হবে ÔVolume 15 Issue 1, January- June.2024’|
২০। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিট বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে। নতুন ৩টি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। প্রতি সপ্তাহে ৩দিন মশার ওষুধ স্প্রে করা হচ্ছে। সাধারণ সভার মাধ্যমে ছাত্রীদের সাথে মতবিনিময় করা হয়েছে।
২১। ক) সমাজকল্যাণ ও গবেণষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও সুপারনিউমারারী অধ্যাপক মরহুম ড. আবদুল হাকিম সরকার এর স্মরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইনস্টিটিউট অডিটোরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার গত ১১ মে ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী ছিলেন। সমাজকল্যাণ, সমাজকর্ম, অপরাধ বিজ্ঞান ও সামাজিক গবেষণা বিষয়ে তাঁর অসংখ্য গ্রন্থ রয়েছে। খ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় ও ৫ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে এবং ৭ম ও এমএসএস ১ম সেমিস্টারের পরীক্ষা চলমান রয়েছে।
২২। ঢাকা ওয়াসার জরুরি কাজের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তাটি বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে গাড়ীসমূহ বিকল্প রাস্তা হিসেবে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে ক্যাম্পাসের ভিতর দিয়ে চলাচল করতে পারবে। জরুরি কাজের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
২৩। ক) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার সংস্কার: একটি বিশ্লেষণ” শীর্ষক পিএইচ.ডি. ১ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গবেষক মুহাম্মদ জহিরুল আলম প্রবন্ধ উপস্থাপন করেন। খ) এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে 'The July Revolution and Beyond: Rethinking Security, Sustainability and Peace in South Asia' শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়