ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘DU Research Excellence Recognition 2025’ শীর্ষক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সহ ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার প্রতিনিধিগণ উচ্চশিক্ষার ভূমিকা, টেকসই প্রবৃদ্ধি ও উচ্চশিক্ষায় বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে উৎসাহ প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গবেষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রথমবারের মতো গবেষকদের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের আয়োজন করা হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেসকল গবেষকের গবেষণা প্রবন্ধ ‘High-Impact Journal’-এ প্রকাশিত হয়েছে, তাঁদের সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকগণও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, মার্কশীট ও সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ই-মেইল: servicesupport@du.ac.bd অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭৯৭-৪৯০৫৭৫ (শুধু মেসেজের জন্য) নম্বরে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগ প্রাপ্তির ২ (দুই) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে ই-মেইল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নির্ধারিত ফি গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়তই অনলাইনে, ই-মেইলে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়। সম্প্রতি এসংক্রান্ত সার্ভিস চার্জ ৫০ মার্কিন ডলার (সমপরিমাণ বাংলাদেশী টাকা) থেকে কমিয়ে ১০ মার্কিন ডলার (সমপরিমাণ বাংলাদেশী টাকা) করা হয়েছে। এই চার্জ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য সরাসরি কোনো টাকা গ্রহণ করা হয় না। বিশ্ববিদ্যালয় শাখা সোনালী ব্যাংক অথবা অনলাইনের মাধ্যমে (অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং) টাকা গ্রহণ করা হয়ে থাকে। তবে অধিভুক্ত কলেজের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতোপূর্বেই অনলাইনে ট্রান্সক্রিপ্টের আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এপদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইনে আবেদন করে থাকেন। তবে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীট সত্যায়ন প্রক্রিয়া এখনও অনলাইনে শুরু হয়নি। এই প্রক্রিয়া আরও সহজ ও স্পষ্ট করার জন্য প্রশাসন ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২ মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট/মার্কশীট/সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াগুলো আরও শিক্ষার্থীবান্ধব করে উপস্থাপন করা হবে।
ট্রান্সক্রিপ্টের জন্য সংশ্লিষ্ট মার্কশীট এর পাশাপাশি ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীট উত্তোলনের ধাপগুলো সম্পর্কে অতিদ্রুত (২ কার্যদিবসের মধ্যে) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সুস্পষ্টভাবে তথ্য প্রদান করা হবে।
এছাড়া, অনলাইনের (ই-মেইলের মাধ্যমে) পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়/সংস্থা/প্রতিষ্ঠানে হার্ডকপি ট্রান্সক্রিপ্ট সরাসরি দ্রুত পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে ট্রান্সক্রিপ্ট সেকশনটি অপেক্ষাকৃত একটি বড় কক্ষে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও মার্কশীটের বিষয়গুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রকে আরও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।
৩। কলা ভবন ও লেকচার থিয়েটার ভবনের মাঝখানের রাস্তাটির (মধুর ক্যান্টিন পর্যন্ত) সংস্কারের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৬৫ ফুট দৈর্ঘ্য এবং ২৫.৫ ফুট প্রস্থের রাস্তাটিতে ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৩৫ হাজার টাকা। এদিকে সংস্কার কাজের জন্য ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজও জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই রাস্তাটিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হবে। ৬৭৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের রাস্তটিতেও ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা। বর্তমানে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ১০০ কোটি টাকার দুইটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেবে। এই প্রকল্পগুলোতে অর্থায়ন করবে জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সম্প্রতি জেএসটি পরিচালিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (SATREPS) প্রোগ্রামের অধীনে ২০২৫ অর্থবছরে এই দুইটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শক্তি, জৈব সম্পদ, দুর্যোগ প্রতিরোধ এবং প্রশমন এ তিনটি ক্ষেত্রে জেএসটি বিশ্বব্যাপী গবেষকদের কাছ থেকে প্রকল্পের প্রস্তাব আহ্বান করে। প্রকল্পের প্রস্তাব জমা দেয়ার শেষ তারিখ ছিলো ২০২৪ সালের ২১শে অক্টোবর। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশের মোট ৮০টি প্রকল্প প্রস্তাব জমা পড়ে। সেখান থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত স্ক্রিনিং কমিটি পর্যালোচনা করে ১০টি নতুন প্রকল্প নির্বাচিত করে। যার মধ্যে বাংলাদেশের দুইটি প্রকল্প নির্বাচিত হয়েছে এবং দুইটি প্রকল্পেরই নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫। দীর্ঘ ১বছর পর পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে সীমিত আকারে সুইমিংপুলের কার্যক্রম পরিচালনা করা হবে। সুইমিংপুলের প্রয়োজনীয় আরও সংস্কার, লাইফ গার্ড নিয়োগ ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার পর শিক্ষার্থীদের সুইমিং এবং সুইমিংপুলের প্রশিক্ষণ কার্যক্রম পুরোদমে শুরু হবে।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ৫৭তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৭। জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে ÔThe History and Future of Nursing in Japan and BangladeshÕ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস-এর সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি (Emeritus Professor Dr. Hiroko Minami) অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
৮। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রোকেয়া চেয়ার অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত ÔPublic Administration: Theory and ConceptÕ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। ‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষশুমারি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষশুমারি কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার এই বৃক্ষশুমারি কার্যক্রম পরিচালনা করছে।
১০। ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের দু’দিনব্যাপী ১৪তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধন করেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
১২। ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস)-এর নবীনবরণ, পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৩। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ফার্স্ট ইউডিসি ন্যাশনালস-২০২৫”শীর্ষক ৩-দিনব্যাপী ১ম জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৪। বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং National Institute of Population Research and Training (NIPORT), Ministry of Health and Family Welfare-এর মধ্যে গড়ট স্বাক্ষরিত হয়েছে।
১৫। চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে বাংলাদেশ চারুশিল্পী সংসদ ও চারুকলা অনুষদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রিন্টমেকিং বিভাগের অফিস এটেনডেন্ট (গ্রেড-৩) মো: আব্দুস সাত্তার-এর ১ম একক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনারারি অধ্যাপক শিল্পী জামাল উদ্দিন আহমেদ।
১৬। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের Software Engineers’ Community (IITSEC) এর উদ্যোগে “A Study Guide to Europe” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন সেমিনারের প্রধান বক্তা নেদারল্যান্ডস-এর Eindhoven University of Technology হোসাইন মুহাম্মদ মুক্তাদির।
১৭। কবি জসীম উদ্দীন হলের অভ্যন্তরে ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে হলের পরিবেশ ঝকঝকে করা হয়।
১৮। শেখ মুজিবুর রহমান হলের প্রধান গেট থেকে আবাসিক শিক্ষক ভবনে যাতায়াতের পথে পুকুর পাড়ের উন্মুক্ত স্থানে ময়লা ফেলা রোধ ও পুকুর পাড়ের বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাঁটাতারের বেষ্টনি স্থাপন ও রং করা হয়। হলের নিরাপত্তার স্বার্থে জুলাই শহিদ স্মৃতি ভবনের পিছনে পশ্চিম পাশের পকেট গেট সংলগ্ন উন্মুক্ত স্থানে গ্রিলের বেষ্টনি স্থাপন করা হয়েছে। হলের প্রধান ফটক ও জুলাই শহিদ স্মৃতি ভবনের সামনের উন্মুক্ত স্থানের পানি নিষ্কাশনে নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়। হলের জুলাই শহিদ স্মৃতি ভবনে শিক্ষার্থীদের সুপেয় পানি পানের জন্য নতুন ০২ (দুই)টি ইলেকট্রিক পানির ফিল্টার স্থাপন করা হয়। হলে পূর্বে স্থাপনকৃত ০২ (দুই)টি ইলেকট্রিক পানির ফিল্টার প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করে জুলাই শহিদ স্মৃতি ভবনে স্থাপন করা হয়। হলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিকক্ষবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯। কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ও প্রদীপ্ত ভবনের ৯টি কক্ষের পলেস্তারা ও রং করা হয়েছে। হলে DU Supershop প্লাটফর্মের আওতায় সততা মেডিসিন বক্স স্থাপন করা হয়েছে। এছাড়া, হলে কুইজ ক্লাব গঠন করা হয়েছে। ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নির্বাচিত সকল শিক্ষার্থী এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নির্বাচিত কিছু সংখ্যক শিক্ষার্থীর আসন বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
২০। রোকেয়া হলের চামেলী ভবনের ৩য় ও ৪র্থ তলার বাথরুম ব্লকের সংস্কার কাজ শুরু হয়েছে। ৭মার্চ, চামেলী ও অপরাজিতা ভবনের নষ্ট হয়ে যাওয়া পানির ফিল্টার মেরামত করা হয়েছে। চামেলী ভবনে নামাজ কক্ষে ছাত্রীদের জন্য কার্পেট স্থাপন করা হয়েছে।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনস্থ শহীদ মুজাফফর হায়দার চৌধুরী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত Research Methodology: Understanding Research in Arts & Fine Arts: Nature, Scope & Ethical Foundation in Interdisciplinary Context শীর্ষক ১৬ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটি কলা অনুষদ ও চারুকলা অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধানে তিনটি ভাগে পরিচালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
২২। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। হলে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ফিল্টার সার্ভিসিং করা হয়েছে।
২৩। সলিমুল্লাহ মুসলিম হলের ভেতরে পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তা সংস্কার করা হয়েছে। হলের গেইটে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাগানে আলো বৃদ্ধির জন্য লাইট স্থাপন করা হয়েছে। অতিথি কক্ষে সোফার কাভার লাগানো হয়েছে। প্রাধ্যক্ষের অফিসে নতুন একটি চেয়ার ক্রয় করা হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য একটি স্ট্যান্ড ফ্যান ক্রয় করা হয়েছে। ক্যান্টিন ও রিডিং রুমের জন্য নতুন সিলিং ফ্যান ক্রয় করে লাগানো হয়েছে।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ‘ফ্লোর বর্ধিতকরণ প্রকল্পে’ পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী ড. বশির উদ্দিন আহমেদ ১০ লাখ টাকার একটি চেক উপাচার্যের নিকট হস্তান্তর করেন।
২৫। জাপানের ঘধমধড় Nagao Natural Environment Foundation (NEF) বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। জাপানের Nagao Natural Environment Foundation (NEF) কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২য় বর্ষের ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। আবেদনকারীকে জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মৎস্য বিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিভাগে অধ্যয়নরত হতে হবে। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি ৪র্থ বর্ষ পর্যন্ত নবায়নযোগ্য। আবেদনকারীকে ১ম বর্ষের পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ (৪.০০ স্কেলে) থাকতে হবে এবং পুনঃভর্তি গ্রহনযোগ্য হবে না। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ বৃত্তি ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে এই বৃত্তির জন্য বিবেচিত হবে না। বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীকে আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত আবেদনপত্রে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের ঠিকানাঃ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, E-mail: zabed@du.ac.bd
২৬। “আদর্শ খাদ্য তালিকা এবং নিরাপদ খাদ্য”শীর্ষক এক কর্মশালা ড. মুহম্মদ শহীদুল্লাহ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হলের প্রাধ্যক্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীসহ হলের ক্যান্টিন ও মেসের সেবায় নিয়োজিত ব্যবস্থাপক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যান্টিন ও মেস সেবায় নিয়োজিত ৩০জন কর্মচারীর মাঝে এপ্রোন ও ক্যাপ বিতরণ করা হয়।
২৭। ছাত্র-শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে (২০০৯-২০২৪) বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করণীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তথ্যানুসন্ধান কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠুভাবে তথ্যানুসন্ধানের জন্য উপরে বর্ণিত সময়ে শিক্ষার্থী নিপীড়ন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান অথবা কমিটির কাছে বক্তব্য প্রদানে ইচ্ছুক ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে। উক্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়: E-mail: registrar@du.ac.bd, Cell: 01817579778)-এর নিকট আগামী ২২/০৫/২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।
০৮/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়