ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের
সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি মেগা প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। উপদেষ্টা এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া, উপাচার্য এসব প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও পরিকল্পনা কমিশনের আর্র্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিবের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। উল্লেখ্য, ২ হাজার ৮শ’ ৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য ৪টি হল, ছাত্রদের জন্য ৫টি হলসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ছাত্রী ও ৫ হাজার ১০০ ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে। এছাড়া, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য একটি হল নির্মাণ করা হবে। সেখানে ১ হাজার ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছাত্রী হল নির্মাণে সহযোগিতার ব্যাপারে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ১৫১ কোটি ৫৩ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় অতি পুরাতন জরাজীর্ণ ১৬৮টি ভবনের সংস্কার করা হবে।
২। বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে ০২ মার্চ ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ পালন করা হয়। উপাচার্য জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, দেশের গান ও নৃত্য পরিবেশিত হয়।
৩। ব্রাজিলের প্রধান বিচারপতি মি. অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন (Justice Antonio Herman Benjamin) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ' Global Trends in Environmental Law and Climate Law ' শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ এই বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, আইনজীবী, গবেষক, পরিবেশকর্মী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু এবং কোইকা’র আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship’ শীর্ষক পাইলট প্রকল্পের অগ্রগতি নিয়ে উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের আলোচনা হয়। এসময় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং দক্ষিণ এশিয়ায় সামাজিক স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
৫। জাপানে অনুষ্ঠিত জেভি ক্যাম্পাস সিম্পোজিয়ামে বিশ্বব্যাপী প্রতিভা লালন, পাঠ্যক্রম উন্নত করা এবং আসিয়ানভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ‘জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি ক্যাম্পাস)’ সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এসময় কোবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আলোচনা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহ ইতোমধ্যেই এই প্রকল্পের অধীনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে। সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) জাপানের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম’ শীর্ষক পৃথক সিম্পোজিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের সরকারের মধ্যে যৌথ সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুসহ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে কোবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট-এর আলোচনা অনুষ্ঠিত হয়।
৬। স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের সংস্কারকৃত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করা হয়। এসময় কোষাধ্যক্ষ, হলের প্রাধ্যক্ষ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর উপস্থিত ছিলেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড ও রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। নির্ধারিত ফরমে শিক্ষার্থীরা আগামী ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফরম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস থেকে (সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা) সংগ্রহ ও জমা দেয়া যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট (www.duaa-bd.org) থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টের সুপারিশ নিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়/হল আইডি কার্ডের ফটোকপি এবং পে-ইন স্লিপের ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অসচ্ছল পরিবারের নিয়মিত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শেষ বর্ষ পর্যন্ত বৃত্তি পাবেন। যে সকল শিক্ষার্থী অন্যান্য উৎস থেকে (বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক/জাকাত ম্যানেজমেন্ট/বিভিন্ন বিভাগীয় ও বোর্ড বৃত্তি) বছরে ১২ হাজার টাকার সমপরিমাণ বা এর বেশি বৃত্তি পেয়ে থাকেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
৯। রমজান উপলক্ষ্যে রোকেয়া হলের ৭মার্চ ভবনে ছাত্রীদের জন্য তারাবি নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। হলের বিভিন্ন গাছের অপ্রয়োজনীয় ও ঝূঁকিপূর্ণ ডালপালা কর্তন করা হয়েছে।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ‘Training Program: Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
১১। সামাজিক বিজ্ঞান অনুষদ, জাপান ফাউন্ডেশন এবং প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফেলোশিপ প্রোগ্রাম আয়োজন করে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনের পার্কের ফোয়ারার উন্নয়ন ও পার্কের খাবারের দোকানগুলোর খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোষাধ্যক্ষ দফতরে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
১২। বগুড়ার অন্যতম প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী “স্থান-কাল-পাত্র” শীর্ষক আর্টক্যাম্পে চারুকলা অনুষদের ২০জন শিল্পী অংশগ্রহণ করেন। ‘চারুকলা অনুষদের শিক্ষার্থীদের চোখ ও মানসিক স্বাস্থ্যের অবস্থা’ শীর্ষক শিল্প ও স্বাস্থ্য বিষয়ক দু’দিনব্যাপী গবেষণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের ডিনের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাতদিনব্যাপী টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালার সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব উদ্যাপন করা হয়। সিলেটের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ভাস্কর্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। সাজেক ভ্যালিতে মৃৎশিল্প বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত ১৫জন অধ্যাপককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৪। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
১৫। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ‘Annual Stress Management & Well-being Program’ আয়োজন করা হয়। এছাড়া, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ কনফারেন্স হলে এম.এস ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য ‘My Journey as a PsychologistÕ I ÔExploring and Using Emotions’ শীর্ষক ২টি কর্মশালা আয়োজন করা হয়।
১৬। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে “বাংলাদেশের কক্সবাজার জেলার স্থানীয় জনগোষ্ঠীর উপর রোহিঙ্গা শরণার্থী সংকটের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব (Social and Economic Impact of Rohangya Refugee Crisis on the local people of CoxÕs Bazar district in Bangladesh)’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়