ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবারও শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১৭তম। ৪ নভেম্বর ২০২৫ এই র্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস। উল্লেখ্য, গতবছরও কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
২। বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত মি. কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও'লোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
পরে, ব্যারোনেস নুয়ালা ও'লোন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে ‘Irish Experience of Justice and Reform’ শীর্ষক একটি জনবক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। আয়ারল্যান্ড দূতাবাস এই অনুষ্ঠান আয়োজন করে।
৩। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে “Insurance Sector Potential and Career Prospects” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ-এর চেয়ারম্যান। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ শিক্ষক, গবেষক ও বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৪। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইন রিটার্ন দাখিল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনা জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে। ১৭-০৩-২০২৫ তারিখের সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ তদন্ত কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ মোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-এ মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের ৭ (সাত) কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। ক) ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রদর্শনীতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ৬জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)। আগামী ৮ নভেম্বর ২০২৫ শনিবার পর্যন্ত এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
খ) ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক আবদুর রাজ্জাকের ৯৩তম জন্মদিবস উপলক্ষ্যে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের হৃদরোগ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর জীবন রক্ষাকারী সি পি আর ট্রেনিং ও কার্ডিয়াক ফিটনেস সেমিনার আয়োজন করে। নটরডেমিয়ান্স হেলথ কেয়ার প্রজেক্টের জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়।
৮। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং বিভাগের প্রাক্তন ছাত্র-সমিতির যৌথ উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে Diamond Jubilee Lecture আয়োজন করা হয়। এতে “Critique and Construction in the Decolonization of Knowledge” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন সিংগাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ ফরিদ এলাটাস। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক ও ডেলিগেটবৃন্দ যোগদান করেন।
৯। সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ দুই কমিটি গঠিত হয়। কমিটি দুটির প্রথম যৌথ সভা কমিটির আহবায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে দু’দিন ব্যাপী ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
১০। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের এবং ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য অনুষদের শিক্ষকবৃন্দকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিন’স অ্যাওয়ার্ড বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাগের উদ্ভাবক ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান।
১১। ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১২। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Preventing Gender-Based Violence in University Campuses: Developing A Holistic Approach’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। ইউজিসি এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়।
১৩। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩১তম ব্যাচের নবীন বরণ ও ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। ফার্মেসী বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, ফার্মেসী অনুষদের ডিন, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান এবং ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান বক্তব্য রাখেন।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে ৪-দিনব্যাপী শীতকালীন বইমেলা ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে ।
উল্লেখ্য, বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ০৯ নভেম্বর ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
১৬। ক) হল প্রশাসনের সহযোগিতায় কবি জসীম উদ্দীন হল সংসদ ও ঢাকা বিশ্বদ্যিালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে “Be A Lifesaver: First Aid Bootcamp” শীর্ষক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হলের প্রাধ্যক্ষ, ডাকসু ভিপি, হল সংসদের ভিপি ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিগণসহ হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। খ) হলের সাইকেল স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অকেজো, ভাঙ্গা ও ব্যবহার অনুপযোগী বাইসাইকেলসহ অব্যবহৃত জিনিসপত্র অপসারণ করা হয়েছে। এছাড়া হলের বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত মালামাল অপসারণ করে হলের চতুর্পাশ পরিষ্কার করা হয়েছে।
১৭। ক) রোকেয়া হলে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের আলোকে “সীরাত সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খ) হলের বিভিন্ন ভবনের পানির ট্যাংকি পরিস্কার করা হয়েছে। গ) হলের ৭ মার্চ ভবনের ক্যান্টিনের গ্যাস লাইন মেরামত করা হয়েছে।
১৮। ক) কবি সুফিয়া কামাল হলের ২য় তলার রিডিং রুমের টেবিল সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। খ) Career Empowerment Forum(CEF)- এর উদ্যোগে ”মানসিক স্বাস্থ্য ও অত্মোন্নয়ন” শীর্ষক সচেতনতামূলক একটি সেমিনার হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গ) হলের শিক্ষার্থীদের ব্যক্তিগত খাবার সংরক্ষণের জন্য হল ব্যবস্থাপনায় ক্যান্টিনে ৫টি ফ্রিজ স্থাপন করা হয়েছে। ঘ) হলের দক্ষিণ-পশ্চিম পাশের প্রাচীর সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। ঙ) হলের রিডিং জোন ও রিডিং রুমের জন্য হলের ব্যবস্থাপনায় মোট ১৪৪টি চেয়ার ক্রয় করা হয়েছে। চ) হল সংসদের উদ্যোগে হল অডিটোরিয়ামে ফাস্ট এইড বুস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছ) হল সংসদ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে। জ) হলের পিছনের খেলার মাঠে দোলনা, হ্যাংগিং বারসহ বসার স্থান বানানোর কাজ সম্পন্ন করা হয়েছে।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের সুবিধার্থে ডাইনিং-এ ১টি টেবিলের চারদিকে পর্দার ব্যবস্থা করা হয়েছে। খ) ডাকসু ও হল সংসদ-এর তত্ত্বাবধানে “সীরাতুন্নবী (সা.) সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজন করা হয়েছে। গ) সিট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়াও হলের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০। ২২ জন দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীকে আফতাব জাহান ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৫,৯৪৪/ টাকা বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: হরিবল বোনার্জী, রবিউল হাসান (ইংরেজি), মো: জাকারিয়া, মো. শাকিল মিয়া (ইতিহাস), মোসাঃ আফরোজা আক্তার,আইরিন বম, মোঃ শাজাহান গাজী, মোঃ রোকনুজ্জামান, মোঃ নাইমুল ইসলাম নাইম, (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোঃ শাহিন আলম, (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি), মো. এসানুল হক সিয়াম (ম্যানেজম্যান্ট), মোঃ রতন আহাম্মেদ (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), আব্দুল্যাহ আল নাজিম ও মোঃ মোকাররম হোসেন, (রাষ্ট্রবিজ্ঞান), মেহেদী হাসান (আন্তর্জাতিক সর্ম্পক), আব্দুল্লাহ আল মামুন (সমাজবিজ্ঞান), সৈয়দ জাবির হুসাইন (লোক প্রশাসন), ইবনু আহমেদ (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন), মোঃ ইমরান শরিফ (জাপানিজ স্টাডিজ), মেহেদী হাসান তামিম (মৃত্তিকা, পানি ও পরিবেশ), ফৌজিয়া আহমেদ প্রাপ্তি (মনোবিজ্ঞান), খাদিজা খাতুন (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট)।
২১। বিভিন্ন বর্ষের ৪০জন শিক্ষার্থীকে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৭০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। ১ম বর্ষের শিক্ষার্থীরা হলেন: নিরুপমা রায় (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট), মোসাঃ আনজুমানারা রাখি (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), আল-সামিয়া রহমান ইমা (ভূতত্ত্ব), হৃদিতা ভৌমিক অর্ন (পরিসংখ্যান), মেরশাবুন হাসান আশরা (রসায়ন), মোসা: আকলিমা আক্তার তাজমুন (প্রাণিবিদ্যা), জিনিয়া জেরিন জেমি (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), সাদিয়া (অর্থনীতি), মোসা: আজমিন আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), মালা সিকদার (সংস্কৃত), তিথি রানী মন্ডল (দর্শন) নন্দিতা পাল, (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সুমাইয়া আনজুম হিমু (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), জামিয়া আক্তার (আরবী)।
২য় বর্ষঃ মুন্নি খানম (উন্নয়ন অধ্যয়ন), মাসুমা আক্তার মিমি (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন), ফারজানা বসরিন (আধুনিক ভাষা ইনস্টিটিউট), সাবিকুন্নাহার সামান্তা (উদ্ভিদবিজ্ঞান), নুসরাত জেরিন রাফা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), আদিবা মেহরিন (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), উম্মে হাবিবা বর্ষা (ভূতত্ত্ব), নুসরাত জাহান (ইংরেজি), সালমা খানম আরজু (ইতিহাস)।
৩য় বর্ষ ঃ ইসরাত জাহান অনন্যা (হিসাববিজ্ঞান), সাদিয়া আফরিন সায়ফা নেগাবান (আবহাওয়াবিজ্ঞান), খাদিজা আক্তার (ভূগোল ও পরিবেশ), মোসা: শিলা আক্তার (উদ্ভিদবিজ্ঞান) নাজমুন নাহার (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মোসা: জান্নাতুল ফেরদৌস (মৎস্যবিজ্ঞান), মোসা: সুমি আক্তার (প্রাণিবিদ্যা), নুসরাত জাহান (বাংলা), জারিন আঞ্জুম তাসনিম (আইন), হাবিবা রহমান সঞ্চারী (রসায়ন), মোসাঃ রিমা খাতুন (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), আর্জিতা সুত্রধর (গণযোগাযোগ ও সাংবাদিকতা), দিপান্বিতা ভৌমিক (অর্থনীতি)।
৪র্থ বর্ষ ঃ মিস শামীম আরা রিপা (মৎস্যবিজ্ঞান), লতা রাণী (উদ্ভিদবিজ্ঞান), নাসরিন সুলতানা সেতু (অর্থনীতি), সিদরাতুল মুনতাহা নায়না (আইন)।
২২। ২০২২ সালের স্নাতক সম্মান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫জন শিক্ষাথীকে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের এককালীন ১০,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: জামিয়াত তানজিম (সংস্কৃত), তাসমিয়া বিনতে দিদার (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি), আশিয়া খাতুন তামান্না (ইন্টারন্যাশনাল বিজনেস), শামিমা নাসরিন (মার্কেটিং), তানিয়া আক্তার (ফিন্যান্স), ফাহারিয়া সুলতানা (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), তাসনিয়া আক্তার (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), আমরিনা ফাইরোজ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মানসুরা মঞ্জিল চৈতি (লোক প্রশাসন), রিফা নাওয়ার ও মোসা: নুসরাত জাবিন ইরা (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), সাবিহা সুলতানা (উদ্ভিদবিজ্ঞান), লাবনী আক্তার (পরিসংখ্যান) সাদিয়া সিহাব সানজি (গণিত), শ্রাবণী সরকার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।
২৩। স্নাতক সম্মান শ্রেণিতে অধ্যয়নরত ৮জন ছাত্রীকে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৮,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: নুসরাত জাহান (অণুজীব বিজ্ঞান), ফারিহা নওশিন (ইংরেজি), কারিশমা আক্তার কথা (প্রাণিবিদ্যা), পুষ্পিতা বিশ্বাস (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), সুমি বিশ্বাস (উদ্ভিদবিজ্ঞান), তিথি রানি (সমাজবিজ্ঞান), জিকু আক্তার (দর্শন), সৃজনি দে মন্দিরা (পদার্থ বিজ্ঞান)।
২৪। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ৪জন শিক্ষার্থীকে ড. হেলাল উদ্দীন খান শামসুল আরেফিন স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মোঃ ইরতিজা আল ইরাজ ও মো. মামুন মিয়া (সমাজবিজ্ঞান), সাইদুর রহমান সজীব ও সম্পা বাড়ৈ (নৃবিজ্ঞান)।
২৫। সংস্কৃত, দর্শন এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২২-২০২৩ সনের বি.এ.(সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৭,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। ২০২২ সনের শিক্ষার্থীরা হলেন: উম্মে তামান্না সুলতানা কুয়াশা (সংস্কৃত), তামান্না খাতুন (দর্শন), মঞ্জিলা বিনতে মোস্তফা (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি)। ২০২৩ সনের শিক্ষার্থীরা হলেন: অনিক চন্দ্র বিশ্বাস (সংস্কৃত), পপি মন্ডল (দর্শন), জান্নাতুল ফেরদৌস ও রাগিব আঞ্জুম (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ)।
২৬। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত দু’জন শিক্ষার্থীকে পারভেজ জামান পিকু স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৩,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে।
২৭। নৃবিজ্ঞান বিভাগের ৭জন শিক্ষার্থীকে অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ২০,০০০/- টাকা প্রদান করা হবে। বৃত্তি প্রাপ্তরা হলেন: নুসরাত জাহান লামিয়া, আছিয়া জান্নাত সুপ্তি, মাসুম বিল্লাহ, সাব্বির আহমেদ, মোঃ রুম্মান হোসাইন, ইসমাইল আলী ও মোঃ নাঈমুদ্দীন ।
২৮। সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ সনের বি.এস.এস.(সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী রেশমাকে মাসিক ৪০০/- টাকা হারে ১ বছরের জন্য নূর হোসেন স্মারক বৃত্তি প্রদান করা হবে।
২৯। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স ট্রেনিং (বিপসট)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বিপসট-এর ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী দশ বছর মেয়াদে উভয় প্রতিষ্ঠান শান্তিরক্ষা কার্যক্রম (Peacekeeping Operations) সংক্রান্ত গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে একসঙ্গে কাজ করবে। এই সহযোগিতার মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পারস্পরিক সফর আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
৩০। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের রিডিং রুমে ৪টি বুক সেল্ফ স্থাপন করা হয়েছে। খ) হল সংসদ কক্ষে ৩টি টেবিল স্থাপন করা হয়েছে। গ) হলের খাবারের মান উন্নয়নের জন্য নতুন করে ডাইনিং ক্যাটারার নিয়োগ দেয়া হয়েছে ও একটি খাবার দোকান বরাদ্দ দেয়া হয়েছে।
৩১। অমর একুশে হলে ডাকসু ও হল সংসদের সহযোগিতায় হলের আবাসিক কক্ষসমূহে ছারপোকার ওষুধ ছিটানো হয়। খ) হল প্রশাসন ও হল সংসদের উদ্যোগে নিরাময় ডটকমের সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। হলের শিক্ষার্থীরা নিরাময় অ্যাপের মাধ্যমে ডাক্তারের পরামর্শ ও সকল সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। ঘ) হলের সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার জন্য হল সংসদের প্রস্তাবনা অনুযায়ী ১টি অ্যাকোস্টিক গিটার, ১টি ইউকুলেলে ও ১টি কাজন ক্রয় করা হয়। ঙ) হল সংসদের প্রস্তাবনা অনুযায়ী একুশে স্পোর্টস কর্ণার প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বেশকিছু খেলাধুলার সামগ্রী ক্রয় করা হয়েছে।
৩২। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে “Stata for Applied Statistics and Data Science” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম আগামী ৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে ১৪টি সেশনে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়