ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবন সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, কারিগরি মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক একাধিক সভা উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন এবং সংস্কার কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে। বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজ যথাযথভাবে তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ইতোমধ্যেই আবাসিক হলসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের কাজ শেষ করেছে। শিগগিরই কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। এসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে।
৩টি আবাসিক হল পুনরায় পরিদর্শন: অধিকতর নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল পুনরায় পরিদর্শন করা হয়েছে। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির সদস্যগণ শামসুন নাহার হল, কবি জসীম উদদীন হল এবং হাজী মুহম্মদ মুহসীন হল পুনরায় পরিদর্শন করেন।
বিভিন্ন হলের সংস্কার কাজের অগ্রগতি: হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে।
হাজী মুহম্মদ মুহসীন হল:
হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১১২টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে।
সূর্যসেন হল:
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলা, ৫ম তলা, ৪র্থ তলা ও ৩য় তলায় মোট ৯৬টি কক্ষ এবং ৬ষ্ঠ, ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, নিচ তলার মসজিদ ও করিডোরের সিলিংসহ অন্যান্য তলার কাজ চলমান রয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল:
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৫ম তলায় ১৩টি কক্ষ মেরামতসহ ৭টি রুমের রংকরণ সম্পন্ন হয়েছে। ৪র্থ তলায় ৭টি কক্ষসহ মোট ৩২টি কক্ষ এবং ৫ম, ৪র্থ ও ৩য় তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুম ও উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে এক সভা অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। যথাযথভাবে সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংস্কার কাজ সঠিকভাবে তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ÔA Study on the Foreign Policy of Bangladesh to Address the Challenges of Globalization in the Domains of National Security, Climate Change and Labor MigrationÕ শীর্ষক দু’টি সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য এবং প্রো-উপাচার্য (প্রশাসন) পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
৪। ÔEvery Contribution MattersÕ প্রতিপাদ্য নিয়ে ক্যাম্পাসে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক স্বেচ্ছাসেবী সম্মেলন আয়োজন করা হয়। উপাচার্য এই সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
৫। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, আন্তর্জাতিক ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) ও ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউট এর যৌথ সহযোগিতায় চার দিনব্যাপী উইন্টার স্কুল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং বিআইআইটি’র একাডেমিক ফেলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
চার দিনব্যাপী এ উইন্টার স্কুলে জ্ঞান-বিনিময়, গবেষণাধর্মী আলোচনা এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলির ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
৬। ‘ঝরাপাতা প্রজ্বলন বন্ধ করুন’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নির্মল বায়ু এবং বাসযোগ্য সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
আলোচনা পর্ব শেষে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
৭। ক) চারুকলা অনুষদের বকুল তলায় TRANSPARENCY INTERNATIONAL BANGLADEDH Gi D‡`¨v‡M ANTI CORRUPTION CARTOON COMPETITION-2025 এর AWARDS GIVING CEREMONY অনুষ্ঠিত হয়। খ) অনুষদের জয়নুল গ্যালারি ১ ও ২-এ TRANSPARENCY INTERNATIONAL BANGLADEDH এর উদ্যোগে ANTI CORRUPTION CARTOON Award and Exhibition-2025 অনুষ্ঠিত হয়।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপাচার্য বিজনেস স্টাডিজ অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
১০। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ÒBeyond the Library: The Future of LIS Careers?" শীর্ষক গেস্ট লেকচার অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক-এর গ্র্যাজুয়েট স্কুল অফ ইনফরমেশন স্টাডিজ-এর অধ্যাপক ও চেয়ার এবং আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন-এর সাবেক প্রেসিডেন্ট Emily Drabinski গেস্ট লেকচার প্রদান করেন। বিভাগের অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
১১। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। খ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১২। ক) কবি জসীম উদ্দীন হলে গত বছরের গাছের ঝরাপাতা সংরক্ষণ ও জৈব সারে রূপান্তর করে বাগান পরিচর্যার কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক ঝরাপাতা না পুড়িয়ে সংরক্ষণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খ) উপাচার্যের নেতৃত্বে গাছের ঝরাপাতা প্রজ্বলন বন্ধকরণ র্যালিতে হলের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। গ) ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়নের জন্য কোষাধ্যক্ষের নেতৃত্বে প্রধান প্রকৌশলীসহ বুয়েটের বিশেষজ্ঞ টিম হল পরিদর্শন করে।
১৩। ক) ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের জন্য একটি স্যানেটারি ভেন্ডিং মেশিন গ্রহণ করা হয়েছে। মেশিনটি শিগ্গিরই স্থাপন করে হলের ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে। খ) হলের অফিস ব্লকের উপরে তৃতীয় তলায় কক্ষ নির্মাণের কাজ চলমান রয়েছে। গ) “ঝরাপাতা প্রজ্বলন বন্ধকরণ কর্মসূচিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অংশগ্রহণ করে।
১৪। ক) রোকেয়া হলে ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়। কোষাধ্যক্ষ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ সহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, হল সংসদের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। খ) ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও ভবন সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, কারিগরি মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক কমিটির সদস্যগণ হলের ভবনসমূহ পরিদর্শন করেন। গ) হলের অপরাজিতা ভবনের ৬৭ ও ৮৭ নং রুমে দেয়ালের মেরামত কাজ চলমান রয়েছে। ঘ) প্রতিদিন ফগার মেশিনে মশার ওষুধ দেয়া হচ্ছে।
১৫। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বিভিন্ন বিভাগের নিম্নোক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ঃ
ক) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি. এস (সম্মান) শ্রেণির ৬জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১২,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মোছা: সাদিয়া খাতুন, মো: জিল্লুর রহমান, মো: আবির হোসেন, তারিকুল ইসলাম, রিতু রানী সাহা ও ফারহানা পারভীন।
খ) এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের বি. এস (সম্মান) শ্রেণির ২জন শিক্ষার্থীকে আলহাজ্ব শামসউদ্দিন হাফিজ ও তৈয়বা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের মাসিক ২০০/ টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: এইচ. এম. আরব ও আয়শা জামান।
গ) ফার্মেসী বিভাগের বি. এস (সম্মান) শ্রেণির ৪জন শিক্ষার্থীকে আশরাফ দোলা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১৮,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: রাইহানা হক জেবিন, জুবায়ের হাসান, ফারিহা আনান সৃষ্টি ও মো. তাওহীদুল ইসলাম।
১৬। পদার্থবিজ্ঞান বিভাগের বি. এস (সম্মান) শ্রেণির পরীক্ষায় ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ফাল্গুনী বিশ্বাসকে হামিম খান স্মৃতি পুরষ্কার প্রদান করা হবে। তাকে এককালীন ১,৪৭,৩৬০/= টাকা বৃত্তি প্রদান করা হবে।
১৭। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২৩ সালের অসচ্ছল ছাত্র/ছাত্রীদের মাসিক ৫০০/= টাকা হারে এক বছরের জন্য রাবেয়া মোবারক স্মারক বৃত্তি প্রদান করা হবে। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২য় বর্ষ বি. এস (সম্মান) শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান বরাবর সাদা কাগজে লিখিত দরখাস্ত ১৫/০১/২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। ছাত্র/ছাত্রীর নাম, শিক্ষাবর্ষ, শ্রেণি, রোল নং ও হলের নাম উল্লেখ করতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়