ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের
সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ৮টি ভোট কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
২। উপাচার্য ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সমাপ্ত হওয়ায় শিক্ষার্থী, প্রার্থী, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের একটি দীর্ঘদিনের প্রাণের দাবি, বিভিন্ন অংশীজনের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
৩। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হয়। উপাচার্য এই ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রধান রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট প্রদান করেন।
৪। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য উপাচার্য উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদপ্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন-এর সহযোগিতায় এই বিতর্কের আয়োজন করা হয়। একটি বিশেষায়িত কাঠামো অনুসরণ করে চারটি পর্বে ‘ডাকসু নির্বাচনী বিতর্ক ২০২৫’ পরিচালিত হয়। পর্বগুলো হলো - প্রারম্ভিক পর্ব, বিশেষায়িত প্রশ্নের উত্তর প্রদান পর্ব, যুক্তিখন্ডন পর্ব ও টাউনহল পর্ব। সকল পর্বে প্রার্থীরা বরাদ্দকৃত সময়সীমা মেনে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, ডাকসুকে কেন্দ্র করে নির্বাচনী বিতর্ক আয়োজনের পূর্ব নজির পাওয়া যায় না। বাংলাদেশের অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও এধরনের অংশগ্রহণমূলক ও জবাবদিহিতামূলক আয়োজন একটি ইতিবাচক নজির হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।
৬। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীদের জন্য ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষকবৃন্দ এবং অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে রিটার্নিং কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
৭। ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর ছিল।
৮। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ০৬ সেপ্টেম্বর শনিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন।
৯। রোকেয়া হলে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১০। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহ্ফিল আয়োজন করা হয়েছে। খ) হলে সীট প্রদানের কাজ চলমান রয়েছে। গ) পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। ঘ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১১। ক) কবি সুফিয়া কামাল হলে প্রশাসনিক ভবনের ২য় তলায় অবস্থিত হল সংসদের অফিস কক্ষের সংস্কার করা হয়। খ) হলের প্রশাসনিক ভবনের লবিতে সৌন্দর্য বর্ধনের জন্য সংস্কার কাজ করা হয়। গ) কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি -২০২৫ এর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই এর মাধ্যমে বৃত্তি প্রদানের জন্য নাম তালিকাভুক্ত করার সুপারিশ হয়। ঘ) হলের ২ জন অনাবাসিক শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে, হল ফান্ড থেকে বিশেষ বিবেচনায় শিক্ষা সহায়ক আর্থিক অনুদান প্রদান করা হয়। ঙ) ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চ) উৎসব মুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূতর্ ভাবে ভোটাধিকার প্রয়োগ করে।
১২। ক) শামসুন নাহার হলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। খ) ৯ সেপ্টেম্বর হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৩। ক) কবি জসীম উদ্দীন হলে হল প্রশাসনের নিজস্ব অর্থায়নে উত্তর ও দক্ষিণ ভবনের ৪টি রাউটার স্থাপন করে নিচতলার রিডিং রুম, ডিবেটিং ক্লাব অফিস, বাঁধন অফিস, হল সংসদ কার্যালয় ও অতিথি কক্ষে ব্যবহারের জন্য উচ্চ গতি সম্পন্ন ওয়াইফাই সুবিধা প্রদান করা হয়েছে। খ) হলের ‘নিমন্ত্রণ’ মেসে সংস্কার কাজ করা হয়েছে। শিক্ষার্থীদের খাবার রাখার স্থান পাকা করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এছাড়া, রান্নার চুলা ভেঙ্গে যাওয়ায় মেরামত করা হয়েছে। গ) ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে হলের প্রতিটি কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজ নেয়াসহ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক হল সংসদ নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কক্ষ পরিদর্শনকালে হলে কোনো বহিরাগত পাওয়া যায়নি। হলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে হলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হলের মূল গেইট রাত ১২টায় বন্ধ রাখা হয়। এক্ষেত্রে হলের পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীগণ পকেট গেইট ব্যবহার করে আসা-যাওয়া করেছে।
১৪। প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ গুরু-শিষ্য:শিষ্য-গুরু (Guru-Disciple: Disciple-Guru-পর্ব-৩) শীর্ষক একটি শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন প্রগতি চাকমা, অমিত নন্দী, জাহাঙ্গীর আলম, মলয় বালা। তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মিখাইল ইদ্রিস।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারের নাম পরিবর্তন করে “Centre for Gender and Development Studies” করা হয়েছে।
১৬। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২টি আবাসিক শিক্ষক ও ১টি সহকারী আবাসিক শিক্ষক শূন্য পদ পূরণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে হল অফিসে জমা দিতে হবে।
১১/০৯/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।