ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ক) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপীল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা: সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন, ক্রীড়া সম্পাদক: ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন, সমাজসেবা সম্পাদক: ১৭জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন, সদস্য পদ: ২১৭ জন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খ) ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিলো।
বিভিন্ন হলে প্রার্থীর সংখ্যা হলো-
ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।
প্রার্থিতা প্রত্যাহারের তালিকা-
কবি সুফিয়া কামাল হলে ২ জন, ফজলুল হক মুসলিম হলে ৬ জন, অমর একুশে হলে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬ জন, কবি জসীম উদ্দীন হলে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্যসেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে ৪ জন এবং শামসুন নাহার হলে ১ জন।
গ) ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘কা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ সহ আরো কয়েকটি চিহ্নিত অনলাইন পেইজ অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তা বলবৎ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, গ্রিন ফিউচার ফাউন্ডেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম ডাকসু নির্বাচনে প্রভাব ফেলতে পারে বিধায় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সংগঠনটির সব ধরনের কার্যক্রম ও শাটল সার্ভিস ক্যাম্পাসে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষ থেকে ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড/ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে ব্যবস্থা নেয়া হয়েছে।
কোনো প্রার্থী বা পক্ষ স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। সব ধরনের উপঢৌকন বিলি-বন্টন, আপ্যায়ন, অর্থ সহযোগিতা কিংবা অনুরূপ কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে বিবেচিত হবে।
আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সংগঠনের পরিচয়ে হল কিংবা ক্যাম্পাসে প্রচার কার্যক্রম চালাতে পারবেন। তবে এ সময়েও সামাজিক/আর্থিক/সেবামূলক সহযোগিতা বা কার্যক্রম পরিচালনা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান/প্রাঙ্গণে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
ঘ) ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে ডাকসু ও হল পর্যায়ের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীদের সঙ্গে চীফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বরাতে রিটার্নিং কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা:
ভোট গ্রহণের দিন ৮টি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।
প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।
নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে। তবে ছাত্রীদের হলগুলোতে কখনোই বহিরাগতরা থাকতে পারেন না।
নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন, তাদের ভোটদানের জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে। এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
এসব নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে কোনো প্রার্থী দ্বিমত পোষণ করেন নি। সবাই সন্তোষ প্রকাশ করেছেন।
ঙ) ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের প্রবেশমুখ ও ভেতরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তিন ধাপে কাজ করছে পুলিশ। বুথ ছাড়া পুরো ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। ভোট গণনাও সিসিটিভি ক্যামেরার সামনে সম্পন্ন হবে।
সাইবার বুলিং বা অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ক্যাম্পাসের বাইরে অবস্থিত আইবিএ হোস্টেল, লেদার ইনস্টিটিউট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হলসহ প্রশাসনিক ও আবাসিক এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। নির্বাচনের দিন শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য নিউ মার্কেটের লেন উন্মুক্ত রাখা হবে। ভোটের দিন ২৫০ জন বিএনসিসি সদস্য দায়িত্ব পালন করবেন এবং সহকারী প্রক্টরের সংখ্যা বৃদ্ধি করা হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।
২। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করেন।
৩। ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) গ্লোবাল এনভায়রনমেন্ট শাখার সিনিয়র উপদেষ্টা ড. মাসাকি টোডোর নেতৃত্বে ১৫-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় “Development of a High-Accuracy Flood Forecast System for the Haor Region in Northeastern Bangladesh” শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভা ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০০৭ সালের ২৩ আগস্ট স্মরণ করে উপাচার্য সেই সময় আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা জানান।
৫। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “জাতীয় নীতি প্রতিযোগিতা” আয়োজন করা হবে। ‘রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ বিষয়ে ধারণাপত্র (বাংলা অথবা ইংরেজিতে) প্রস্তুতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে নিম্নলিখিত নির্দেশনা মোতাবেক দল গঠন করা হবে।
ক) অংশগ্রহণকারী: স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থী। প্রতিটি দলে ০৩জন (যার মধ্যে কমপক্ষে ০১জন নারী শিক্ষার্থী বাধ্যতামূলক)।
খ) ধারণাপত্র পর্ব: ১৫০০শব্দের ধারণাপত্র (বাংলা অথবা ইংরেজি) + Power Point
গ) নীতিপত্র ফরম্যাট:
* ফন্ট: ইংরেজি - Arial, বাংলা - SutonnyMJ/Nikosh, সাইজ: ১২, লাইন স্পেসিং: ১.৫
* ধারাবাহিকতা
ক. শিরোনাম |
খ. সারাংশ |
গ. ভূমিকা |
ঘ.সাহিত্য পর্যালোচনা |
ঙ. পদ্ধতি |
চ. প্রেক্ষাপট ও তথ্য বিশ্লেষণ |
ছ. নীতি বিকল্প |
জ. সুপারিশ |
ঝ. বাস্তবায়ন কৌশল |
ঞ. উপসংহার |
ট. রেফারেন্স (APA/MLA) |
ঠ. পরিশিষ্ট (প্রয়োজনে) |
ঘ) প্লেজিয়ারিজম সীমা: সর্বোচ্চ ১৫%
ঙ) চূড়ান্তপর্বে বিজয়ী ৩টি দলের ২য় রানার আপ টা: ১৫,০০০/-, ১ম রানার আপ টা: ৩০,০০০/- এবং চ্যাম্পিয়ন দলকে টা: ৫০,০০০/- পুরস্কার ও ক্রেস্ট এবং শীর্ষ ৫টি দলের সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।
দল গঠন ও গঠিত দল কর্তৃক ধারণাপত্র প্রস্তুত করে হার্ডকপি প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম-এর নিকট (প্রক্টর অফিস, কক্ষ নং-১০৩৪-এ) আগামী ৩১-০৮-২০২৫ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, Power Point -এর সফ্ট কপি ই-মেইলে (reg.admin3@du.ac.bd) প্রেরণের জন্যও অনুরোধ জানানো হয়েছে। (https://www.facebook.com/share/v/17CtonBDSG/) লিংকে এ সংক্রান্ত একটি ভিডিও দেখা যাবে।
৬। সামাজিক বিজ্ঞান অনুষদের নীচ তলায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর বই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং অনুষদের ডিন উপস্থিত ছিলেন। উৎসব চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
৭। বাংলাদেশের জীবপ্রযুক্তির উন্নয়নে অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলামের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি এই অনুষ্ঠান আয়োজন করে।
৮। চীনের আনহুই প্রদেশের ভাইস-গভর্নর মি. সুন য়ুং-এর নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে আলোচনা করেন।
৯। উপাচার্য জার্নাল অব ড. সিরাজুল হক ইসলামিক রিসার্চ সেন্টার’ শীর্ষক DOI সম্বলিত জার্নালের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন। এসময় জার্নাল সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রস্তুতিকরণ শাখার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
১১। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত কমিউনিটি ডেভেলপমেন্ট জার্নাল (সিডিজে)-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে ÔInternational Conference Explores the Resilience of Char Land Communities in Bangladesh’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য।
১২। লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে ÔInspiring Youth Career For Leather, Footwear and Leather Goods IndustriesÕ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্ট সোসাইটি ও রেনেসাঁ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
১৩। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক প্রদত্ত ৬৬টি ব্যাকপ্যাক ১ম বর্ষ ১ম সেমিস্টার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
১৪। ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। ক) কবি জসীম উদ্দীন হলের তৃতীয় তলায় অবস্থিত রিডিং রুমটি সম্প্রসারিত করা হয়েছে এবং হল লাইব্রেরি নিচতলা থেকে রিডিং রুমের পাশে স্থানান্তর করা হয়েছে। এছাড়া, এখানে দু’টি রাউটার স্থাপন করে উচ্চ গতিসম্পন্ন ওয়াইফাই সুবিধা প্রদান ও ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মোবাইল চার্জ করার জন্য চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। খ) হলের শিক্ষার্থীদের ব্যবহৃত সাইকেল স্ট্যান্ডের জন্য স্মার্ট কার্ড প্রদানের পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সাইকেল স্ট্যান্ডের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সাইকেল স্ট্যান্ডে দীর্ঘদিন যাবত পড়ে থাকা পুরাতন ও অকোজো সাইকেলগুলো অপসারণ করা হয়েছে।
১৭। ক) রোকেয়া হলের প্রভোস্টের নেতৃত্বে আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকতা ও কর্মচারীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খ) অপরাজিতা ভবনের টয়লেট ও বাথরুমের মোজাইক ডিপ ক্লিনিং এর কাজ শেষ হয়েছে। গ) অপরাজিতা ভবনের সামনের ড্রেন সংস্কার কাজ চলমান রয়েছে। ঘ) চামেলী ভবনের পূর্ব পাশে একটি এবং দক্ষিণ পাশে একটি সার্চ লাইট লাগানো হয়েছে।
১৮। ক) কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে, হল ফান্ড থেকে বিশেষ বিবেচনায় চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। খ) কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচন-এ অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া, নির্বাচনকে সামনে রেখে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও এই সংক্রান্ত অন্যান্য নির্দেশনা যথাযথভাবে পালন নিশ্চিত করা হচ্ছে। গ) জাতীয় কবি কাজী নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আসন্ন ডাকসু নির্বাচনের হল সংশ্লিষ্ট কাজ সম্পাদিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে হলে স্থাপিত সি.সি. ক্যামেরাসমূহ মেরামত করা হয়েছে। খ) সীট প্রদানের কাজ চলমান রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
২০। নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে ‘বাংলাদেশের গ্রাম: রুপান্তরের চিত্র’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালকের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবউল্লাহ।
২১। প্রাচ্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হক বাপ্পীর আমার শিল্পের অন্তরকথন - THE INNER VOICE OF MY ART”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২। ক) এনার্জি ইনস্টিটিউট এর MRET প্রোগ্রামের অধীনে একটি শিক্ষার্থী দল কক্সবাজারে অবস্থিত ৬০ মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করে। দলে ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অফিস স্টাফ সহ মোট ৩৭ জন। দলটির নেতৃত্ব দেন এনার্জি ইনস্টিটিউটের পরিচালক। খ) এনার্জি ইনস্টিটিউট এর শিক্ষা সফরের অংশ হিসেবে দলটি টেকনাফ সোলারটেক লিমিটেড (TSEL) এর ২০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করে। এ সময় শিক্ষাথীরা সোলার প্যানেলের কার্যপ্রণালী, ইনর্ভাটার সিস্টেম, গ্রিড কানেকশন প্রযুক্তি এবং উৎপাদনের সক্ষমতা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভ করে।
গ) ইনস্টিটিউটের ডেভেলপমেন্ট কমিটির ২টি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক। সভার সদস্যগণ ইনস্টিটিউটের উন্নয়নমূলক কার্যক্রম (Civil finishing and electric work at Energy Institute, University of Dhaka) সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজের মান, গতি ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ইনস্টিটিউটের ভবনের দক্ষিণ অংশের নকশা(ড্রইং/ ডিজাইং) নিয়ে বিশদ আলোচনা করেন।
২৩। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রধান অতিথি এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৪। শ্রীলঙ্কার ১৯ জন যুব প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব পরিদর্শন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। আলোচনায় উভয় দেশের তরুণরা গণতন্ত্র, যুব নেতৃত্ব ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন। যুব প্রতিনিধিদলের মধ্যে ছিলেন শ্রীলংকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং তরুণ পার্লামেন্টের কয়েকজন সদস্য।
২৫। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালে স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৫৭জন শিক্ষার্থীকে ডিনস্ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৬। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সেস-এ পরিচালক পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ডিনের মাধ্যমে আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
২৭। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নাজমুল করিম স্টাডি সেন্টার-এ পরিচালক পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ডিনের মাধ্যমে আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়