ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্য বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালাসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।
২। ফার্মেসী অনুষদ এবং সেন্টার ফর চায়না স্টাডিজের যৌথ উদ্যোগে "The Introduction of Traditional Chinese Medicine & Medical Practices" শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
ফার্মেসী অনুষদের ডিনের সভাপতিত্বে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক, চীনের সাংহায় ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল এন্ড চাইনিজ মেডিসিনের অধ্যাপক ড. হাইলি ঝাও এবং অধ্যাপক ড. ইলি এমডি ক্যান্সার চিকিৎসা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারের ২য় সেশনে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি বিষয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩। ক) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩ ও ২০২৪ সেশনের ৬জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন বারো হাজার টাকা করে প্রদান করা হয়। পরে ‘অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্ম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। খ) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরআগে কলাভবনের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৪। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ০৩ দিনব্যাপী “Supply‐chain Cybersecurity riskÓ under the B-TopCS Program'' শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিটি Japan International Cooperation Agency (JICA) এর উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের আইটি বিষয়ক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
৫। দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এম.এ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৭। পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৮। চামড়া প্রক্রিয়াকরণ প্রযুক্তি খাতে যোগ্য ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হচ্ছে। অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের অধীনে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ILET এবং SICIP-এর মধ্যে “Skilled Manpower Development and Industry Competitiveness for the Leather Sector” শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল চামড়া শিল্পে বিশ্বমানের পেশাদার জনশক্তি তৈরি করা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে।
৯। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীর জন্য অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার মঞ্জুর করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন-আজরা হুমায়রা (এককালীন ২৬ হাজার ৫৬ টাকা), মুহাম্মদ মুজ্জাম্মিল হক (এককালীন ২৪ হাজার ২৫৯ টাকা), আবীর ফেরদৌস অয়ন (এককালীন ২২ হাজার ৪৬২ টাকা), কৌরিত্র পোদ্দার তীর্থ (এককালীন ২০ হাজার ৬৬৫ টাকা), আসরিফা সুলতানা রিয়া (এককালীন ১৭ হাজার ৯৬৯ টাকা), সুমাইয়া জাহান (এককালীন ১৭ হাজার ৯৬৯ টাকা), আফরিনা সুলতানা (এককালীন ১৪ হাজার ৩৭৫ টাকা), বাঁধন দেব (এককালীন ১৪ হাজার ৩৭৫ টাকা), আফরিন জাহান (এককালীন ১১ হাজার ৬৮০ টাকা) এবং মো. রাফিউজ্জামান লাবিব (এককালীন ৯ হাজার ৮৮৩ টাকা)।
১০। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে রসায়ন বিভাগের ৫জন শিক্ষার্থীর জন্য Professor Emeritus Mofizuddin Ahmde-Begum Sufia Ahme Trust Fund বৃত্তি মঞ্জুর করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২,০০০/- (বারো হাজার) টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন- পরশ চন্দ্র দাস (১ম বর্ষ), মো: মেহেদী হাসান (১ম বর্ষ), মোছা: সুরাইয়া রহমান (২য় বর্ষ), আবরারুল ইসলাম সানি (৩য় বর্ষ) এবং হাবিবা রহমান সঞ্চারী (৪র্থ বর্ষ)।
১১। ম্যানেজমেন্ট, একাউন্টিং, মার্কেটিং এবং ফিন্যান্স বিভাগের ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৪জন ছাত্রীর জন্য জাতীয় অধ্যাপক আতোয়ার হোসেন স্মারক ট্রাস্ট তহবিল থেকে মাসিক ৩০০/- (তিনশত) টাকা হারে ১ বছরের জন্য বৃত্তি মঞ্জুর করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাদিয়া নওশীন জ্যোতি (ম্যানেজমেন্ট), সাদিয়া শারমিন (একাউন্টিং), সালমা আক্তার (মার্কেটিং) এবং মারজানা খাতুন (ফিন্যান্স)।
১২। ক) কবি জসীম উদ্দীন হলে ফগার মেশিন ব্যবহার করে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এতে হলে শিক্ষার্থীদের কক্ষ, বারান্দাসহ হলের চতুর্পাশ্বে ফগিং করা হয়। খ) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হলের দক্ষিণ ভবন পূর্বাংশের ৪র্থ তলায় একটি এবং হলের উত্তর ভবনের পিছনের অংশে একটি সিসিটিভি স্থাপন করা হয়েছে। গ) হলের গেমস রুমে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি খেলার সামগ্রী রুমে জানালায় নেট স্থাপন করা হয়েছে।
১৩। ক) রোকেয়া হলে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। খ) বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষ্যে নিহতদের স্মৃতির প্রতি রোকেয়া হলের প্রাধ্যক্ষ মহোদয়, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৪। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ২০২৩ ও ২০২৪ সালের ‘বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খ) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাংস্কৃতিক রুম মেরামত ও সজ্জিত করা হয়েছে। গ) সিট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৫। ক) অমর একুশে হলে দুইবার আবেদনপত্র আহ্বানের মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সর্বমোট ১২১ জন শিক্ষার্থীকে কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। এর মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যোগ্য সকল শিক্ষার্থীর সিট বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। খ) অমর একুশে হল সংসদের আয়োজনে হল অডিটোরিয়ামে সিরাত মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ) হল সংসদের ৩য় সভা অনুষ্ঠিত হয়। সভায় হল সংসদ ম্যাগাজিনের সম্পাদকীয় পরিষদ গঠন করা হয়। ঘ) হলের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। ঙ) হলের অডিটোরিয়াম (নন্দন) ও মসজিদ রং করা হয়েছে।
১৬। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মেডিকম, মেম্বার অফ স্কয়ার গ্রুপ এর সৌজন্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। খ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ কক্ষে ২টি টেবিল ও ৪টি বুকসেল্ফ স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। গ) হলের ৩টি রিডিং রুমে ফ্রি ওয়াই-ফাই সেবা প্রদানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
১৭। ক) সুর ও ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় "শরৎ উৎসব ১৪৩২" উদযাপিত হয়েছে। চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ডাকসু যৌথভাবে এই উৎসব আয়োজন করে। চারুকলা অনুষদের ডিনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে পেইন্টিং প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ী ৩জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ফারিয়া নওশিন আহমেদ ও সাজ্জাদুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের ফরহাদ আলী। খ) জয়নুল গ্যালারী-১-এ অনুষদের এমএফএ-বি-২০ ব্যাচের উদ্যোগে ৬ দিনব্যাপী “ETERNAL 11 1st Group Art Exhibition” শীর্ষক একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়