ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জনসংখ্যা বিষয়ক গবেষণা, উন্নয়ন এবং জ্ঞান ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর মধ্যে একটি নতুন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অংশীদারিত্ব চুক্তির আওতায় `Strengthening Research and Knowledge Management Capacity of the Department of Population Sciences, University of Dhaka, শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
২। আন্তর্জাতিক সহযোগিতা, ভাষা শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইরানের আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-এর সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
জাপানিজ স্টাডিজ বিভাগে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন ও প্রসার এবং সামাজিক ব্যবসা (Social Business) বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) চুক্তিতে স্বাক্ষর করেন।
৩। ডাকসু-এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘Save The Smile’ স্লোগানকে ধারণ করে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
৪। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন প্রযুক্তি, পাঠ্যক্রম উন্নয়ন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার সম্ভাব্যতা নিয়ে তারা আলোচনা করেন।
পরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তার টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে যান। এসময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জুলাই স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন এবং পরে ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
৫। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব (আইইআরডিসি) আয়োজিত দু’দিন ব্যাপী জাতীয় ব্রিটিশ পার্লামেন্টারি বাংলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “পেসিং টুওয়ার্ডস ইক্যুয়ালিটি” প্রতিপাদ্য নিয়ে এবার প্রতিযোগিতার পঞ্চম আসর আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটি’র (Pay Proposal Committee) আহ্বায়ক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বিষয়ক বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
৭। আইন বিভাগের আয়োজনে ÔConstitution Making and Unmaking’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা International IDEA Gi Head of Constitution Building Program সুমিত বিসারিয়া। সেমিনারে অংশগ্রহণকারীরা সংবিধান প্রণয়ন ও সংস্কারের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে মুক্ত আলোচনা করেন।
৮। সংগীত বিভাগের উদ্যোগে ‘ Television Production & Program Management’ শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন। উল্লেখ্য, কর্মশালায় সংগীত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে জুলাই চার্টার বাস্তবায়ন বিষয়ে এক ‘ইউথ পলিসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ডাকসু, রাকসু, চাকসু এবং জাকসু প্রতিনিধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আলোচনায় অংশ নেন।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং পিটিইআরসি (PTERC) -এর যৌথ উদ্যোগে ‘Transition of Banking Sector in Bangladesh: Challenges and the Way Forward’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিটিইআরসি‘র চেয়ারম্যান। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
১১। সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যরে ২৬তম মৃত্যুদিবস উপলক্ষ্যে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠান আয়োজন করে। বাংলা একাডেমির মহাপরিচালক ‘নয়া উদারনীতির ‘বাজারি’ যুগে সংস্কৃত অধ্যয়ন’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।
১২। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ম্যানেজমেন্ট বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, র্যালি, আলোচনা সভা প্রভৃতি। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে পুরস্কার বিতরণ, রম্যবিতর্ক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৩। অণুজীব বিজ্ঞান বিভাগে “ Immunogenicity of an Inactivated Influenza Vaccine among Children and Pregnant Women in Rural Bangladesh.” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই মেলার আয়োজন করে।
১৫। ক) বাংলাদেশ সেমিকন্ডাক্টর প্রযুক্তির অগ্রযাত্রায় ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Center of Research Excellence in Semiconductor Technology (CREST) প্রতিষ্ঠা করা হয়েছে। খ) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থীদের “ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ বৃত্তি” এবং “ Drs. Muhammad Harunur and Fatema Rashid Scholarship ” প্রদান করা হয়েছে। গ) ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফসানা আনজুম আঁখি অসাধারণ একাডেমিক কৃতিত্ব ও গবেষণায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ IEEE Electron Devices Society (EDS) Masters Fellowship 2025 অর্জন করেছেন।
১৬। সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এ “Bioinformatics-Driven Metagenomic Exploration of Bangladeshi Fermented Foods for the Discovery of Next-Generation probiotics and postbiotics with Direct Public Health Impect ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের ডে ক্যাম্প উপলক্ষ্যে মহাতাবু জলসার আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের ১২১জন রেঞ্জার দীক্ষায় অংশগ্রহণ করেন।
১৮। ক) আর্ন্তজাতিক সীসার বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ঊঝউঙ) এর উদ্যোগে চারুকলা অনুষদে Art for Change : Open forum and Discussion on Lead – Safe Paints শীর্ষক যুব কেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ) অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আলোক প্রজ্বলন উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়।
১৯। ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ এবং রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কারের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণাকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পদার্থ বিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কারপ্রাপ্ত গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া, পদার্থ বিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ একজন প্রখ্যাত বিজ্ঞানী/গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩ কপি আবেদনপত্র, ৩ প্রস্থ জীবনবৃত্তান্ত, ৩ প্রস্থ গবেষণাকর্ম এবং ৩ কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে। যৌথ গবেষণা কর্মের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বন্টন করা হবে। এক্ষেত্রে সহযোগী গবেষক/গবেষকগণের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদনকারী যে বছরের জন্য দরখাস্ত করবেন পাবলিকেশন ঐ বছরের হতে হবে। একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না। কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে। তবে পরীক্ষক তাঁর গবেষণা কর্ম পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না। পদার্থ বিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন। তবে নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে। যদি মানসম্মত গবেষণা কর্ম না পাওয়া যায়, সেক্ষেত্রে পূর্বের পুরস্কারপ্রাপ্ত গবেষকের নতুন গবেষণা কর্ম পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
২০। ক) কবি জসীম উদ্দীন হল সংসদের ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষের সভাপতিত্বে সংসদের কোষাধ্যক্ষ, ভিপি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণের উপস্থিতিতে হলের সার্বিক বিষয়ে সৌহার্র্দ্যপূর্ণ আলোচনা হয়। নির্বাচিত প্রতিনিধিগণ হলের উন্নয়নে তাদের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। খ) ডাকসু ও হল সংসদের সহায়তায় শিক্ষার্থীদের বসবাসকৃত সবগুলো কক্ষে দক্ষ পেস্ট কন্ট্রোল কর্মীদের দ্বারা ছারপোকা নিধন করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে কিটনাশকের গন্ধ দূরীকরণে সুগন্ধি স্প্রে করা হয়। এছাড়া প্রতিটি রুমে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ) হলের উত্তর ও দক্ষিণ ভবনে শিক্ষার্থীদের ব্যবহৃত ৩টি ওয়াশরুমের পুরাতন টাইলস অপসারণ করে নতুন টাইলস স্থাপন করা হয়েছে। ঘ) দক্ষিণ ভবন পশ্চিমাংশের ৩য় ও ৫ম তলায় শিক্ষার্থীদের ব্যবহৃত টয়লেটের ২টি নতুন প্যান স্থাপন করা হয়েছে। ঙ) হলের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় এডিস মশার লার্ভা নিধন অভিযান পরিচালনা করা হয়। এতে হলের চতুর্পাশসহ সমস্ত ড্রেন ও স্যাঁতসেঁতে স্থানে স্প্রে করা হয়।
২১। ক) রোকেয়া হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য '' Pepsodent Free Dental Campaign” অনুষ্ঠিত হয়েছে। খ) ডাকসু ও ইএঐজও-এর যৌথ উদ্যোগে হলের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ÒBe a Lifesaver: First Aid BootcampÓ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা সিপিআর, ড্রাউনিং, স্নেকবাইট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট ও সেলফ-হাইজিন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
২২। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিট প্রদানের কাজ চলমান রয়েছে। খ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে। গ) হলের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৩। ক) কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন-১ এর জন্য নতুন ক্যান্টিন পরিচালনকারী নিয়োগ দেওয়া হয়েছে। এতে হলের শিক্ষার্থীবৃন্দ ন্যায্যমূল্যে মান সম্মত খাবার গ্রহণ করতে পারছে। খ) হলের প্রত্যাশা ভবনের ২য় ও ৪র্থ তলায় ওয়াই-ফাই লাইন দেওয়া হয়েছে এবং ৪র্থ তলার বারান্দাটি শিক্ষার্থীদের কাপড় শুকানোর উপযোগী করে দেওয়া হয়। গ) হলের সিকরুমে সংস্কার করার কাজ করা হয়েছে। ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে হলে সিরাত মাহফিলের আয়োজন করা হয়। ঙ) ডেঙ্গুসহ মশকবাহী রোগ প্রতিরোধে হলে প্রতিদিন নিয়মিত মশক নিধন ওষুধ দেওয়া হচ্ছে। সপ্তাহে ১ দিন লার্ভা নিধন স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে। চ) হলের ক্যান্টিনে প্রশাসনের ব্যবস্থাপনায় হলের ৪ টি ভবন যথাক্রমে প্রত্যয়, প্রদীপ্ত, প্রত্যাশা ও প্রতীক্ষা-এ বসবাসরত শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৪ টি ফ্্িরজ স্থাপন করা হয়।ছ) ২৯ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলের আবাসিক শিক্ষার্থীদের বৈধ মহিলা অভিভাবকববৃন্দ এবং হলের অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ নির্ধারিত আবেদনপত্র অনুমোদন ও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হলে প্রবেশ/অবস্থান করতে পারবে।
২৪। ক) শামসুন নাহার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিট কর্তৃক “হলদে পাখি গাইডার মৌলিক কোর্স প্রশিক্ষণ ও রেঞ্জার অভিষেক পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। খ) স্বেচ্ছায় রক্তদান বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার লক্ষ্যে কর্মশালা অয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন ও অন্যান্য হল ইউনিট এর প্রতিনিধিরা। ঘ) হল সংসদ শিক্ষার্থীরা ফ্রি মেডিকেল বুট ক্যাম্প আয়োজন করে। এই ক্যাম্পে পাঁচ জন চিকিৎসকের উপস্থিতিতে হলের শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২৫। অর্থনীতি বিষয়ে ২০২৩ শিক্ষাবর্ষের বি. এস.এস.(সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ এবং যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩জন শিক্ষার্থী আধ্যাপক রায়হান শরিফ স্মারক বৃত্তি পাবেন। তাদের মাসিক ৭০০/- টাকা হারে এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: লুবাবা বিন হালিম, মুনিরা মেহেজাবিন এবং সারাহ রাকিবা।
২৪। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বিভিন্ন বিভাগের নিম্নোক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ঃ
ক) অণুজীব বিজ্ঞান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ২জন শিক্ষার্থীকে বিজ্ঞানী ড. মাকসুদুল আলম স্মৃতি ট্রাস্ট ফান্ড হতে বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২,০০০/- টাকা হারে এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: ফাতিমা নাওয়ার (অণুজীব বিজ্ঞান) এবং মেহবুবা ফারহা অসি (অণুজীব বিজ্ঞান)।
খ) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এম.এস শ্রেণির শিক্ষার্থী আরাফাত রহমানকে এককালীন ২০,০০০/ টাকা প্রফেসর ডক্টর হিরণ¥য় সেনগুপ্ত ট্রাস্ট বৃত্তি করা হবে।
গ) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ৮জন শিক্ষার্থীকে এককালীন ১২,০০০/ টাকা হারে সাঈদ আহমদ স্মারক বৃত্তি প্রদান করা হবে। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা হলেন: অহিদুজ্জামান (১ম বর্ষ), ফাতেমা তুজ জোহরা ( ২য় বর্ষ), রেজুয়ানা ইসলাম উপমা (২য় বর্ষ), গোলাপ রানী দাস ( ৩য় বর্ষ)।
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা হলেন: দ্বীপ মল্লিক (৩য় বর্ষ), আফিফা জাহান পুষ্প (১ম বর্ষ), মোসাম্মাৎ শাহজাদী ফাহমিদা (১ম বর্ষ) এবং মিজান মুন্সী (১ম বর্ষ)।
ঘ) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাকলি আক্তারকে এককালীন ৬,০০০/- টাকা ড. মো. আজিজুল হাকিম বৃত্তি প্রদান করা হবে।
ঙ) ঢাকা মেডিকেল কলেজের ২০২৪ সনের নিয়মিত ১ম পেশাগত এম.বি.বি.এস.এর শিক্ষার্থী মৌলি মালিহা ইদিতাকে মাসিক ৫০০/- টাকা হারে এক বছরের জন্য মরহুমা উম্মে আরেফা খাতুন বৃত্তি প্রদান করা হবে।
চ) মীর আনসার আলী ট্রাস্ট তহবিল হতে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স-এর ২০২৩ সনের বি.এসসি.(সম্মান)-এর ২জন শিক্ষার্থীকে মাসিক ২৫০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: তানহার পিন্টু ও মায়েশা হাফসা খান। এই ট্রাস্ট থেকে ২০২২ সনের বি.এসসি.( সম্মান)-এর শিক্ষার্থী সানজিদা ইসলামকে মাসিক ৫০০/- টাকা হারে এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়