ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। বিজ্ঞান অনুষদের তিন বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষদের ৮টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটের মোট ৭৬ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশে/বিদেশে প্রকাশিত গবেষণা গ্রন্থ এবং স্বীকৃত জার্নালে প্রকাশিত মৌলিক প্রবন্ধের জন্য ১০ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া কিউওয়ান ( Q1) ও কিউটু ( Q2) জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য অনুষদের বিভিন্ন বিভাগের ৩৮ জন শিক্ষককে প্রণোদনার চেক দেওয়া হয়।
বিজ্ঞান অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর।
২। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। উপাচার্য ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ জন শিক্ষার্থীকে প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিশেষ বৃত্তিসহ বিভাগের মোট ৮৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী প্রাক্তন ছাত্র সমিতির ১১ জন সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের ৫৮ জন সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোট ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত Industry Collaboration and Employment Committee (ICEC) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে ICEC চালু করেছে Effective Professional Communication নামের একটি প্রশিক্ষণ কোর্স। কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU) এর যৌথ সহযোগিতায় পরিচালিত হবে।
এই কোর্সের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে সাহায্য করা। এতে মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হবে। এর পাশাপাশি প্রফেশনাল ইমেইল লেখা, সিভি তৈরি, কাভার লেটার লেখা এবং প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও, কোর্সে থাকবে দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রায়োগিক বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
যে কোন বিভাগের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। নিচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য জানা যাবে।https://du.ac.bd/du_post_details/notice/25649
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘উচ্চশিক্ষায় মান নিশ্চয়তার অগ্রগতি: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি নেতৃত্বের অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়তা সেল (আইকিউএসি) কনফারেন্সটির আয়োজন করে। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্ব শেষে কনফারেন্সের পরবর্তী সেশনগুলো অনুষ্ঠিত হয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
৫। ‘ইকবাল ও নজরুলের দর্শনে জাগরণের দর্শন’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। উর্দু বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট-এর মহাপরিচালক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক।
সম্মেলনে ১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে ১৮টি সেশনে ১৩৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
৬। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮জন ছাত্র-ছাত্রীকে ৫ লাখ ৮০ হাজার টাকার গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয়েছে। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র- ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ২ জন পিএইচ.ডি গবেষক, ১ জন এম.ফিল গবেষক, ২ জন এম.এ রিসার্চ মনোগ্রাফ এবং ১৩ জন শিক্ষার্থীকে ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী স্মৃতি বৃৃৃৃত্তি এবং সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী গবেষণা বৃত্তি’ প্রদান করা হয়।
৭। আরবী বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডাকসু ও হল সংসদ নির্বাচনে আরবী বিভাগ থেকে নির্বাচিত ২৩ জন ছাত্র প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ‘এজেএম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি ফান্ড’ এবং ‘খন্দকার মো. হাবিবুল্লাহ বৃত্তি ফান্ড’ থেকে বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এর আগে, উপাচার্য আরবী বিভাগের সংস্কারকৃত শামসুল উলামা আবু নসর অহীদ লেকচার হল এবং অধ্যাপক আ ন ম আব্দুল মান্নান খান সেমিনার লাইব্রেরি উদ্বোধন করেন। আরবী বিভাগের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর আর্থিক সহায়তায় বিভাগের লেকচার হল এবং লাইব্রেরি আধুনিকায়ন ও সংস্কারের কাজ করা হয়।
৮। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপন করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথম বর্ষের ১০ জন শিক্ষার্থীকে হেনা আলম বৃত্তি প্রদান করা হয়।
৯। মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১০। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের নবীন বরণ ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে Knowledge Dissemination Workshop on “EnDev’s 16-Year Journey” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দু’টি সেশনে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টেকসই জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্রেডা-এর চেয়ারম্যান।
১২। উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে “High Resolution Mass Spectrometry (HRMS) and it’s Applicability” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩। ক) আহত ও রোগাক্রান্ত শিক্ষার্থীদের হল চত্বরে চলাচলের জন্য কবি জসীম উদ্দীন হল প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার সরবরাহ করা হয়েছে। খ) হলে উত্তর ও দক্ষিণ ভবনে কার্নিশের বক্সগুলো পরিষ্কার করা হয়েছে। বাঁশ ও রশি ব্যবহার করে হলের নিচতলা থেকে ৫ম তলা পর্যন্ত সব কার্নিশ পরিষ্কার করা হয়েছে। এরফলে মশার উপদ্রব কমবে বলে আশা করা যাচ্ছে। গ) হলে মশার উপদ্রব রোধকল্পে হলের চতুর্পাশসহ সব ড্রেনে সকাল-সন্ধ্যা মশার ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি, কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে নতুন স্প্রে মেশিন ও মশার ওষুধ আউটসোর্সিং করা হয়েছে। ঘ) হলে দোকান সংলগ্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। হল সংসদ প্রতিনিধিগণের উপস্থিতিতে এ অভিযানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ মাটির উঁচু ঢিবি সমতল করে দেওয়া হয়েছে। ঙ) ব্যাডমিন্টন খেলার মাঠ পরিচর্যার অংশ হিসেবে ব্যাডমিন্টন কোর্টে ঢালাই করে ‘নেট পোস্ট’ স্থাপন করা হয়েছে। এছাড়া ব্যাডমিন্টন খেলার সামগ্রী ক্রয়ের মাধ্যমে এ বছর শিক্ষার্থীদের ব্যাডমিন্টন খেলা শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৪। রোকেয়া হলের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের সিট বরাদ্দের লক্ষ্যে শিক্ষার্থী, বৈধ অভিভাবক ও স্থানীয় অভিভাবকের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে শিক্ষার্থীদের মাঝে আবাসিক সিট বরাদ্দ দেওয়া হয়।
১৫। ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৬৩ জন ছাত্রীকে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১ জন ছাত্রী কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ১৫ জন ছাত্রী মেধা বৃত্তি লাভ করেছেন। এছাড়া, বিভিন্ন বর্ষের ৪০ জন ছাত্রীকে সাধারণ বৃত্তি এবং সহ-শিক্ষামূলক কার্যক্রমে পারদর্শিতার জন্য ৮ জন ছাত্রীকে সহ-পাঠ্যক্রম বৃত্তি প্রদান করা হয়। উপাচার্য হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। খ) হলের প্রতীক্ষা ভবনের রিডিং জোনে Wi-Fi সংযোগ দেওয়া হয়েছে।
১৬। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের জন্য প্রতিটি ফ্লোরে ফ্রিজ স্থাপন করা হয়েছে। ৫টি ফ্লোরে হল সংসদের উদ্যোগে এবং ১টি ফ্লোরে হলের পক্ষ থেকে ফ্রিজ স্থাপন করা হয়েছে। খ) হল ডাইনিংয়ে ব্যবহারের জন্য ১টি ফ্রিজ স্থাপন করা হয়েছে। গ) হলের ৩টি রিডিং রুমে হলের ব্যবস্থাপনায় ওয়াইফাই রাউটার স্থাপন করা হয়েছে।
১৭। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল অফিসের সামনে ‘বুলিং এন্ড র্যাগিং’ প্রতিরোধ অভিযোগ বক্স এবং ‘যৌন হয়রানি নিপীড়ন’ প্রতিরোধ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। খ) ছাত্রীদের সঙ্গে সাধারণ সভা করা হয়েছে। গ) সিট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। ঙ) হলে নিয়মিত মশার ঔষধ প্রদান করা হচ্ছে।
১৮। শিক্ষার্থীদের লেখালেখির জগতে উৎসাহী করতে শামসুন নাহার হল সংসদ একটি রাইটিং ওয়ার্কশপ আয়োজন করে। হল প্রাধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্স অফ প্রফেশনাল ব্যাংকিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিভাগীয় চেয়ারম্যানের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের দূত ইউসেফ রামাদান-এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। কোষাধ্যক্ষ এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন এবং উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
২০। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপোক্ষে ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ৮জন শিক্ষার্থীকে বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১৫,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার সময় ১৬ নভেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (মোট ৩দিন) বৃদ্ধি করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন ও ফি জমা দিতে পারবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়