ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর সোমবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে।
২। তুরস্কের সর্ববৃহৎ বেসরকারী সাহায্য সংস্থা IDDEF-এর আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হবে। এই মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে IDDEF-এর আন্তর্জাতিক সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণের লক্ষ্যে বর্তমানে ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং IDDEF কর্তৃপক্ষের মধ্যে এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গ্যানাইজেশন (আইএলও)-এর যৌথ উদ্যোগে ‘Academic Partnerships for Labour Law and International Labour Standards’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২২জন গবেষক পিএইচ.ডি, ১৬জন এম.ফিল এবং ১জন ডি.বি.এ.ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
৫। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে “আইবি ক্যারিয়ার ইনসাইটস্” শীর্ষক সেমিনার ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৬। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের উপ-পরিচালক মিস ইউতিয়ানকি’র নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে। এসময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা বোর্ড বৃত্তি পেয়েছে, তাদের অনলাইনে আবেদন করতে হবে। স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রত্যয়ন পত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি, শিক্ষার্থীর ব্যাংক একাউন্টের চেক (MICR) পাতার ছবি/ব্যাংক স্টেইটমেন্টের ছবি এবং এইচএসসি/আলিম পরীক্ষার মার্কশিটের কপি বোর্ড বৃত্তির অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
আগামী ০৭/০৯/২০২৫ সকাল-১০:০০ টা থেকে ২০/০৯/২০২৫ রাত-১২:০০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) শিক্ষার্থীরা অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে। বৃত্তির আবেদনের তথ্য যথাযথভাবে পূরণ করার পর অবশ্যই Submit to Scholarship বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃত্তির আবেদন বিবেচনা করা হবে না।
বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। বোর্ড বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign up করার সময় শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগ/ ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ই-মেইল অবশ্যই ব্যবহার করতে হবে। অনলাইনে বৃত্তির আবেদন সংক্রান্ত সমস্যা হলে ০১৫৮১-৮৪৬৫০০ নম্বরে যোগাযোগের করা যাবে।
৮। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় নীতি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯টি শিক্ষার্থী দল ‘রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ বিষয়ে ধারণাপত্রের Power Point Presentation জুরি বোর্ডের সম্মুখে উপস্থাপন করেছে।
৯। চারুকলা অনুষদের 5th Batch (hons, 1996-1997) এর উদ্যোগে Dhaka: told and untold story a group Art exhibition-6 by celebration of PONCHOM (পঞ্চম) শিরোনামে ৬ষ্ঠ চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষদের ভাস্কর্য বিভাগের উদ্যোগে ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষদের কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে আনন্দ ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে ১৬জন সদস্য কুমিল্লার শালবন বিহার, বার্ড ও ব্লু ওয়াটার পার্ক পরিদর্শন করেন।
১০। সমাজবিজ্ঞান বিভাগে ‘Revisiting Village Society after 50 Years: Islamization, Secularization and Social Chage in the Era of Economic Growth’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জাপানের প্রখ্যাত সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহাহিকো তগোয়া বক্তব্য প্রদান করেন।
১১। Ocean Centre, ঢাকায় জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং Ocean Centres Global Team - এর যৌথ উদ্যোগে‘ Ocean Centres Bangladesh Knowledge Partner Initiative ’শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে এনার্জি ইনস্টিটিউটের পরিচালক অংশগ্রহণ করেন।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম পরিবর্তন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ করা হয়েছে।
১৩। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টার কালচারাল ডায়লগের যৌথ উদ্যোগে ‘Islam and Muslim Women’s Every Day Peace: A Desert Vision for the Bangladesh Delta’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) শেষ হয়েছে। কোষাধ্যক্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের নির্মাতাদের পরিচালিত চলচ্চিত্রসহ ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া, চলচ্চিত্রের পোস্টার এবং জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়। এবারের আসরে ৭০ টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।
১৫। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ ১৭তম ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন।
১৬। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৭। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮। ক) ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা এবং সকলের সম-সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংসদ নির্বাচনের প্রার্থীদের সাথে কবি জসীম উদ্দীন হল প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খ) কবি জসীম উদ্দীন হল সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে হলে প্রার্থীদের প্রজেকশন মিটিং, প্রচারণা পর্যবেক্ষণ ও নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হল প্রাধ্যক্ষকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট হল সংসদ নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য হলে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে এবং অভিযোগ প্রাপ্তির এক (১) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। গ) হলের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে হলের বিভিন্ন স্থানে ৪টি সিসিটিভি স্থাপনসহ পুরাতন সিসিটিভিগুলো মেরামত করা হয়েছে। ঘ) হল অফিসের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অফিসের প্রতিটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে। খ) হলে সীট প্রদানের কাজ চলমান রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
২০। ক) রোকেয়া হলের অপরাজিতা ভবনের সামনের ড্রেন সংস্কার করা হয়েছে। খ) হলের কর্মকর্তা ও কর্মচারীদের স্মাট আইডি কার্ড প্রদান করা হয়েছে।
২১। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।
২২। উপাচার্য ৩ সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন ডাকসু-এর সাবেক ভিপি নুরুল হক নুর, আসন্ন ডাকসু নির্বাচনের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু ও শিক্ষার্থী নাজমুল হাসানকে দেখতে যান। উপাচার্য চিকিৎসাধীন তিনজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
২৩। আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: উপাচার্য ভবনসহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় মসজিদে মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বাদ আসর হল ও হোস্টেলের মসজিদসমূহে কেরাত, দোয়া ও মিলাদ।
২৪। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
২৫। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নাজমুল করিম স্টাডি সেন্টার-এ পরিচালক পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ডিনের মাধ্যমে ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।
০৪/০৯/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়