শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের বৃৃত্তিপ্রদান এবং ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। সকল অংশীজনকে অবহিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। এপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলোঃ
১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক)-এর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যের বৈঠক।
২. বিভিন্ন বিভাগে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান।
৩. পরিবেশ সংরক্ষণ কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন।
৪. শিক্ষক ও কর্মকর্তাদের অনলাইন রিটার্ন দাখিলের সুবিধার্থে ই-রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
৫. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল পরিদর্শন।
৬. বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে হলের বিভিন্ন কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন।
৭. জাইকা’র আর্থিক সহায়তায় ছাত্রীদের জন্য একটি হল নির্মাণের ব্যাপারে কোষাধ্যক্ষের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের আলোচনা।
৮. তুরস্কের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু এবং এব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে কোষাধ্যক্ষের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের আলোচনা।
৯. শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের জন্য আধুনিক এক্স-রে মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ।
১০. শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এয়ার কন্ডিশনার ক্রয়ের উদ্যোগ গ্রহণ।
১১. ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য গঠিত কমিটির কার্যক্রম শুরু। কমিটির প্রথম সভায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে চিকিৎসার খরচ বাবদ অনুদান প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
১২. ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ।
০৪/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়