ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে গঠিত একটি কমিটির মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এপ্রেক্ষিতে যেসকল শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২। বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ সংরক্ষণের জন্য শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহিদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে। শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহিদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক অনুষ্ঠানে এসব জিনিসপত্র উপাচার্যের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ তাঁদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। এলক্ষ্যে গঠিত কমিটির ফোকাল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন এর নিকট শহিদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র প্রেরণের আহ্বান জানানো হয়। এতে সাড়া দিয়ে অনেকে শহিদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র জমা দিচ্ছেন।
৩। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীদের অংশগ্রহণে নাটমন্ডলে যৌথ অপেরা প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনা নববর্ষ ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ‘স্প্রিং ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর একটি নাট্যদল ঢাকাসহ বিভিন্ন স্থানে অপেরা নাটক প্রদর্শনের জন্য বাংলাদেশে আসে। অনুষ্ঠানে ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীরা অপেরা সঙ্গীত, অ্যাক্রোবেটিক, দলীয় নৃত্য, সর্পনৃত্যসহ নানা ধরনের নান্দনিক পরিবেশনার মাধ্যমে তাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। নাট্যিক পরিবেশনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দেশজ নাট্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
৪। লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়েছে। ইনস্টিটিউটের অ্যালামনাইদের অর্থায়নে এই শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়।
৫। ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে। উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে প্রথম সভা সমাপ্ত করেছে। এছাড়া, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীর কাছ থেকে সংশোধন প্রস্তাবনা চাওয়া হয়েছে এবং বেশকিছু প্রস্তাবনা পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবসমূহ সমন্বয় করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
৬। শিক্ষা ও সহশিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে সন্তোষজনক ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ৩৬ জন শিক্ষার্থীকে ‘জগন্নাথ হল মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
৭। বাংলা বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ‘এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ২০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও এই চর্চাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে রোকেয়া হলে ‘৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসব’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোকেয়া বিতর্ক অঙ্গন প্রকাশিত ‘পদ্মরাগ’ শীর্ষক সাময়িকী’র মোড়ক উন্মোচন করা হয়। ছাত্রীদের জন্য আত্মরক্ষা বিষয়ক সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয। “সাহিত্য সন্ধ্যা ১৪৩১” উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজনসহ “জুলাইয়ের রোকেয়ারা” শীর্ষক স্মৃতিকথন লিখন প্রতিযোগিতা ও দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।
৯। যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধানগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতিসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিনকে সমন্বয়কারী, বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী অনুষদের ডিনকে যুগ্ম সমন্বয়কারী এবং প্রক্টরকে সদস্য-সচিব করে অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এছাড়া, এ উপলক্ষ্যে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।
১০। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চারুকলা অনুষদ, নেদারল্যান্ডস দূতাবাস, আর্ট বাংলা ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘পুনর্বিবেচনা, পুনর্বিন্যাস, পুনরুদ্ভাবন’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করা হয়। প্রিন্টমেকিং বিভাগ ও কারুশিল্প বিভাগ এবং বৃত্ত আর্টস ট্রাস্ট-এর সমন্বয়ে ‘কোলাবরেটিভ আর্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। জয়নুল গ্যালারির সামনে দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘পারিপার্শ্বিক পরিবেশ ও প্রকৃতি’ শীর্ষক শিক্ষাসফরের আয়োজন করা হয়।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালুকৃত শাটল বাসের Live Track লোকেশন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাটি পেতে হলে শিক্ষার্থীদের https://www.du.banglatracking.com এই লিংকে প্রবেশ করতে হবে। এই লিংকে প্রবেশ করলে একটি ইউজার ইন্টারফেস আসবে। একাউন্ট সাইন আপ করে মেম্বার রিকুয়েস্ট পাঠাতে হবে। এ্যাডমিন প্যানেল থেকে রিকুয়েস্ট এ্যাপ্রুভড হলে শাটল বাসের লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে। ইউজার রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে ট্র্যাকিং সেবা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।
১২। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একটি দল চ্যাম্পিয়ন হয়। এই প্রতিযোগিতায় বিভাগের অপর একটি দল ৬ষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া, বিভাগের দু’জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
১৩। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্যবীমা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, বিভাগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত টেমপ্লেট অনুসরণে প্রস্তুতকৃত Outcome-Based Education (OBE) Curriculum কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৪। টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
১৫। প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.এস.এস দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়।
১৬। মৎস্যবিজ্ঞান বিভাগের সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা সিস্টেম চালু করা হয়েছে।
১৭। সমাজবিজ্ঞান বিভাগের ৬টি ব্যাচ নিয়ে “পৌষালী পিঠা উৎসব” আয়োজিত হয়।
১৮। সাবেক উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নৃবিজ্ঞানের বিভিন্ন মতবাদ নিয়ে বাংলা ভাষায় রচিত বইটি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
১৯। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে অমর একুশে হল ইউনিট বাঁধন নরসিংদীর কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে আড়াই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন করেছে।
২০। কবি সুফিয়া কামাল হলে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। ছাত্রীদের ভবনে (প্রত্যয় ও প্রতীক্ষা) ওয়াশরুমে বেসিন বসানোসহ সংস্কার কাজ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হলে অবস্থানরত আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভোটার তালিকা হালনাগাদ করার সুবিধার্থে হলটির প্রশাসন ভবনের সভাকক্ষে ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’ আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০টার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে পারবেন।
২৩/০১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়