ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ‘Higher Studies in France by Campus France Bangladesh’ শীর্ষক ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সেমিনারে প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স, এক্সপারটিজ ফ্রান্স গ্রুপ এএফডি এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার, শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়, তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুননির্মাণ, তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গবেষণাগার উন্নয়নের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে উপাচার্যের আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত তুরস্কে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুননির্মাণ এবং মেডিকেল সেন্টার আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও রাষ্ট্রদূত সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
৩। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ছবি, বিশ্লেষণ, মন্তব্য, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট নিয়ে সম্পাদিত ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়া হয়েছে। উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ৫খন্ডের এই গ্রন্থ হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গ্রন্থের মুখবন্ধ রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। উল্লেখ্য, ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ গ্রন্থ মূলত একটি পেপার ডকুমেন্টারি। ৫খন্ড বিশিষ্ট এই গ্রন্থের ১১টি অধ্যায়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত ১৩শ’র বেশি ঘটনা, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রামাণ্য গ্রন্থ হিসেবে সংকলনটি এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।
৪। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ফেলো এবং প্রভাষক জুলিয়া ওয়াইসম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে ভিজিটিং ফেলো হিসেবে দুই মাসের জন্য যুক্ত হয়েছেন। অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালকের তত্ত্বাবধানে মিস. জুলিয়া সামাজিক আন্দোলন ও গণতন্ত্র শীর্ষক গবেষণা করবেন।
৫। “নারীর ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ ত্বরান্বিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের সামাজিক কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ বিভিন্ন সেশনের মধ্য দিয়ে নারী ও শিশুর প্রতি বিভিন্ন সহিংসতার ধরন, প্রকৃতি এবং প্রতিকারের চিত্র তুলে ধরেন। ১৫ টি বিভাগের ৪০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি ঘোষণাপত্র পাঠ করেন।
৬। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামীকাল ১৪ মার্চ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। ডিনস্ কমিটির এক সভায় অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আজ ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনসমূহ নিম্নে তুলে ধরা হলো: ক) আবাসিক হলে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। খ) জুলাই গণঅভ্যুত্থানের সম্মান ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান কর্নার’ এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আহত ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গ) হলে আবাসিক সিট পাওয়ার সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্রীকে আসন বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছেনা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে তাদের বিশেষ আপদকালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। নির্বাচিত ছাত্রীদের প্রতি মাসে ৩ হাজার টাকা হারে এই সহায়তা প্রদান করা হবে। ঘ) নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন ইন্সটিটিউটে পরিচালক নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে। ঙ) গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এসংক্রান্ত মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে । চ) ডাকসু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনদের সাথে নতুন প্রশাসন মতবিনিময় করে আসছে। ছ) ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি মেগা প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এই মেগা প্রকল্পের আওতায় প্রায় ৩হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি হল ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ঝ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঞ) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম জোরদার করা হয়েছে। ট) শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। ৩টি নন এসি মিনিবাস সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করছে। ঠ) বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জন কর্মসূচি, বৃক্ষরোপণ মেলা ইত্যাদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৮। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক/নারী কর্মকর্তা/নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিনস্ কমিটির এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেয়া হবে। পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে।
৯। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালন করেছে। এ উপলক্ষ্যে প্রশাসনিক ভবন চত্বর থেকে সচেতনতামূলক এক র্যালি বের করা হয়। এছাড়া, ‘দুর্যোগের আগাম সতর্কতা: পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের ২য় পর্বে আবহাওয়া, জনস্বাস্থ্য, জরুরি প্রতিক্রিয়া এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকগণ অংশ নেন।
১০। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে ‘LLMS in Industry and Academia Current Trend’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের ডিসট্রিবিউটেড সিস্টেমস এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক প্রতিবেদনটি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির মধ্যে জুলাই গণঅভ্যুত্থান এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে যৌথ গবেষণা গ্রন্থ প্রকাশসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক তাতসুশি আরাই-এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনা হয়েছে।
১৩। কবি সুফিয়া কামাল হলের ডিবেটিং ক্লাব, আবৃত্তি সংঘ, রক্তদাতা সংগঠন বাঁধন এবং হলের ব্যবস্থাপনায় পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হলের শিক্ষার্থীদের ৪টি কক্ষের সংস্কার কাজ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের আরো ২টি কক্ষে পেস্ট কন্ট্রোল করানো হয়।
১৪। রোকেয়া হলের ৭মার্চ ভবনের সার্ভিস ব্লকের ডাইনিং ও ক্যান্টিন-এ ছাত্রীদের জন্য একটি ৪০০জিপিডি এর পানির ফিল্টার মেশিন স্থাপন করা হয়েছে। হলে শিক্ষার্থীদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়