ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬.০০টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এছাড়া, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
২। জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন (৩) দিনের শোক ঘোষণা করা হয়। মঙ্গলবার অপরাহ্ন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল/হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়।
৩। জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি রবিবার সকাল ১০:৩০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হবে। এই শোকসভা আয়োজনের লক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই কমিটি অনুমোদন করেছেন।
৪। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে উপাচার্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে উপাচার্য এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য শহীদ ওসমান হাদী হত্যাকান্ড পরবর্তী ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, জাতীয় কবির সমাধির পাশে শহীদ ওসমান হাদীর দাফনের ব্যবস্থা গ্রহণ, জাতীয় নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন আবাসিক হল সংস্কারের সার্বিক অগ্রগতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
উপাচার্য এসময় মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গৌরবময় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা প্রাপ্তির বিষয়ে প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং এর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সকল ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস দেন।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা (Special Status) পাওয়ার জন্য প্রযোজ্য বিষয়সমূহ চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটি এসংক্রান্ত ধারণাপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেছে। এসময় কমিটির আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
৬। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ‘Data-Driven Solutions: Unlocking New Possibilities’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে মূল প্রবন্ধ ও কারিগরি প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পরিসংখ্যানগত লার্নিং, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল পদ্ধতি এবং বাস্তব সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পদ্ধতিগত উদ্ভাবন, নৈতিক ডেটা ব্যবহার এবং আন্তঃবিষয়ক সহযোগিতা নিয়ে গবেষকগণ আলোচনা করেন।
৭। ফার্মেসী অনুষদের উদ্যোগে দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। জাপানের গবেষণাভিত্তিক খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সুকুবা’র Alliance for Research on the Mediterranean and North Africa (ARENA) Program-এর আওতায় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সেমিনারে অংশগ্রহণ করে।
সেমিনারে প্রাকৃতিক উৎসভিত্তিক গবেষণা, ফার্মাসিউটিক্যাল প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের গবেষণা সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া, ভবিষ্যৎ যৌথ গবেষণার সুযোগ ও গবেষণা ঘাটতি বিষয়ে সেমিনারে আলোকপাত করা হয়।
৮। যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ওসামা খান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
৯। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
১০। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। পিতা মাতার স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য পরিবারের পক্ষে ড. সৈয়দা জাকিয়া হোসেন ১০ লাখ টাকার চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
১১। ‘Empowering Transition, Building Democracy’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো গণতন্ত্র বিষয়ে আন্তর্জাতিক আন্তঃবিষয়ক সম্মেলন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এই সম্মেলন আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এই সম্মেলনে গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সংরক্ষণ এবং সহনশীল সমাজ গঠনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
১২। শক্তি ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের MS in Renewable Energy Technology কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। খ) শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ুSustainable Ocean Energy for Bangladesh: Balancing Development, Affordability and Commercialization” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, অনুষদের শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার প্রভৃতি। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চারুকলা অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও প্রক্টর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য জয়নুল গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।
এছাড়া, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওসমান জামাল মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
১৫। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ক্লাস রুমের ৪টি লাইট লাগানো হয়েছে। ক্লাস রুমের একটি কম্পিউটারের সুইচ লাগানো হয়েছে।
১৬। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ‘শহিদ শরীফ ওসমান হাদি ও আয়েশার’ রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ‘শ্রমিক দীপু চন্দ্র দাস’ এর স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। খ) হলের রিডিং রুমগুলোতে নতুন চেয়ার টেবিল প্রদান করা হয়েছে। গ) আরবরি কালচার সেন্টারের সহযোগিতায় হলের গাছগুলোর ডালপালা ছাঁটাইকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। ঘ) হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। ঙ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৭। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১ম বর্ষ বি. এস. (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী এবং সংশ্লিষ্ট বিষয়ে ২য় বর্ষে অধ্যয়নরত ২জন শিক্ষার্থীকে প্রিন্সিপাল এ. কে. শামসুল হক ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। মাসিক ১০০০/- টাকা হারে এক বছরের জন্য তাদের এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: ফৌজিয়া হাসান ইরা ও তোরসা তাবাস্সুম।
১৮। অর্থনীতি বিভাগের বি. এস. এস (সম্মান) শ্রেণির ২জন শিক্ষার্থীকে এ. এম. মোফাজ্জল ইসলাম ও আম্বিয়া খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৫০০/- টাকা হারে এক বছরের জন্য তাদের এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মো. শামিম ও দেবশ্রী রানী দাস।
১৯। ‘Sustainable Livelihood Development of Street Children: A Study on the Government and Non-Government Interventions in Bangladesh’ শীর্ষক গবেষণা কর্মের ২য় সেমিনার সম্পন্ন করায় সমাজবিজ্ঞান বিভাগের পিএইচ. ডি. গবেষক হাসান ইমাম খন্দকার-কে এ. কে. এম আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তির দ্বিতীয় কিস্তি ১৫,০০০/- হাজার টাকা প্রদান করা হবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়