ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ৪ জানুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য। সূচনা বক্তব্য ও শোক প্রস্তাব উত্থাপন করেন শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ, বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক, ডাকসু’র ভিপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শোকসভায় বক্তব্য রাখেন।
২। বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শোক বই খোলা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
৩। বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) উপস্থিত ছিলেন।
৪। উপাচার্য গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত সংলাপের ধারাবাহিকতায় উপাচার্য এই সাক্ষাৎ করেন।
৫। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা ও শিক্ষার সার্বিক পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
৬। ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের নেতৃত্বে ৩-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন একাডেমির মহাপরিচালক এবং পরিচালক।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে "প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড ডিপ্লোমেসি (পিএমআইআরডি)" শীর্ষক একটি কোর্স পরিচালনার বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফরেন সার্ভিস একাডেমির মধ্যে যৌথ সহযোগিতামূলক আরও কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
পরে, ফরেন সার্ভিস একাডেমির প্রতিনিধিদল প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
৭। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১০৯ জন শিক্ষার্থীকে ১৩ লাখ ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৮। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লোক প্রশাসন দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লোক প্রশাসন বিভাগের নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়।
৯। ভূতত্ত্ব বিভাগ এবং ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১০। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ স্কিলস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু এবং থ্রাইভিং স্কিলস লিমিটেড-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
ডাকসু’র ভিপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থ্রাইভিং স্কিলস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)- এর ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ।
পরে ‘জাতীয় পুনর্গঠনে দক্ষতা উন্নয়নের একত্রীকরণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ সংলাপে অংশগ্রহণ করেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ‘ Effective Professional Communication ’ শীর্ষক বিশেষ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
এসময় ICEC- এর আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত Industry Collaboration and Employment Committee (ICEC) এই বিশেষ কোর্স চালু করে। Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU) এর যৌথ সহযোগিতায় কোর্সটি পরিচালিত হচ্ছে।
এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১২। আইন অনুষদের উদ্যোগে ‘ Constitutional Law and Democratic Backsliding’ শীর্ষক একটি বিশেষ আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো-এর ল’ স্কুলের খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক টম গিন্সবার্গ। উপাচার্য অনুষ্ঠান উদ্বোধন করেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান। এসময় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
১৩। ‘ Smart Ideas for Clean Power: Innovation and Entrepreneurship in the Energy Transition and Economy ’ শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞান অনুষদ এই সিম্পোজিয়াম আয়োজন করে।
সিম্পোজিয়ামের টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী মোতাহার হোসেন ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বর্ধিতাংশ উদ্বোধন করেন। পরিসংখ্যান বিভাগের অ্যালামনাইবৃন্দের অর্থায়নে এই বর্ধিতাংশ নির্মাণ করা হয়।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন এবং ফ্লোর এক্সটেনশন প্রজেক্টের আহ্বায়ক সহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫। ‘ Fisheries Students : The Future Leaders in Innovation and Entrepreneurship’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগ, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ (এফএসবি) এবং বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
১৬। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে সম্প্রতি কাজে যোগদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই অনুষ্ঠান আয়োজন করে।
আইকিউএসি-এর পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।
১৭। যুক্তরাষ্ট্রের BGSU’s School of Engineering এর পরিচালক অধ্যাপক ড. বেনিয়ামিন সরদার এবং University of Wisconsin in Whitewater এর অধ্যাপক ড. রিমি জাকারিয়া কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা শিক্ষা ও গবেষণার উন্নয়নে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ নিয়ে আলোচনা করেন।
১৮। ক) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে International Conference on Applied Statistics and Data Science 2025 (ICASDS-2025) উপলক্ষ্যে Pre- Conference Workshop এর আয়োজন করা হয়। খ) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট International Conference on Applied Statistics and Data Science 2025 (ICASDS-2025) আয়োজন করে।
১৯। গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “বিশ্ববিদ্যালয়ের দর্শন : সংকট ও উত্তরণ” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন দর্শন বিভাগের চেয়ারম্যান।
২০। সূর্যসেন বিতর্ক ধারার উদ্যোগে ৪দিনব্যাপী ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব গত ৪ জানুয়ারি শেষ হয়েছে। এই বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের রহমত উল্লাহ। স্কুল-কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং নটরডেম কলেজ রানার্স আপ হয়। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হন নটরডেম কলেজের জাররাফ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জাতীয় বিতর্ক উৎসবে সারাদেশ থেকে ৯৭ টির অধিক টিম অংশগ্রহণের জন্য আবেদন করে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২ টি এবং স্কুল-কলেজ পর্যায়ে ১৬ টি টিম চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
২১। ক) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১০টি ল্যাপটপ বিতরণ করেছে। খ) বিভাগের অধীন Professional Masters in Information and Cyber Security (PMICS) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-উপাচার্য (শিক্ষা) ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান। অনুষ্ঠানে মোট ৬৭ জন শিক্ষার্থীর হাতে PMICS ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়। বক্তারা সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
২২। “যূথবদ্ধ সংকল্পে গড়া নীরোগ পৃথিবীতে স্বাগত এবার/আঁধার সমাপনে আলোর উৎসবে এসো বন্ধু আবার” স্লোগানকে সামনে রেখে ৪দিন ব্যাপী ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই উৎসব উদ্বোধন করেন।
১ম দিন স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর কলেজ পর্যায়ের এবং ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি শনিবার ফাইনাল বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।
২৩। ঢাকা ইউনিভার্সিটি ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (DUEDC) -এর উদ্যোগে পাওয়ারপ্রেনিউর ৪.০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল (The Grand Finale of Powerpreneur 4.0) অনুষ্ঠিত হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৪। ক) বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী “জয়নুল উৎসব-২০২৫” আয়োজন করা হয়। উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-উপাচার্য (শিক্ষা), প্রক্টর, চারুকলা অনুষদের ডিনসহ ৮টি বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষদের শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয় এবং স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
খ) জয়নুল উৎসব উপলক্ষে অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে দেশের বরেণ্য ও খ্যাতিমান শিল্পীদের নিয়ে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।
গ) শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে “ Curating in the Margins : Witnessing and Embracing the untold শীর্ষক Pakistan based curator, writer and artist Imran Mushter Nafees -এর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
ঘ) সিরামিক বিভাগের পিএইচ.ডি. গবেষক সহযোগী অধ্যাপক জনাব দেবাশীষ পাল-এর ঢাকার নগর স্থাপত্যে পোড়ামাটির ফলক (১৯৭২-২০২১) : নান্দনিক বিশ্লেষণ (Terracotta plaqucs in Architecture of Dhaka City (1972-2021) : An Aesthetic Analysis শীর্ষক গবেষণার দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। গবেষণার তত্ত্বাবধায়ক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান।
২৫। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক লাউঞ্জ এর জন্য চেয়ার/সেন্টার টেবিল ক্রয় করা হয়েছে। খ) দক্ষিণ ও উত্তর ভবনের করিডোরে লাইট লাগানো মাধ্যমে আলোকিত করা হয়েছে। ঘ) দক্ষিণ ভবনের অডিটোরিয়ামের বৈদ্যুতিক সর্টসার্কিট মেরামত করা হয়েছে।
২৬। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশ অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে রেখে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে। উত্তরপত্রের প্যাকেটের উপরে ‘‘বিশেষ চাহিদাসম্পন্ন” লেখার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সুবিধা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক রয়েছে।
প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের সময়সীমা প্রতি ঘন্টায় ১০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২০২২ সালে এক সিন্ডিকেট সভায় অনুমোদিত রয়েছে।
২৭। ক) কবি জসীম উদ্দীন হলে শিক্ষার্থীদের শরীর চর্চার সুবিধার্থে হল প্রশাসনের নিজস্ব অর্থায়নে জিমনেসিয়াম স্থাপন করা হয়েছে। এতে ট্রেডমিল, স্টেশনারি বাইক, ডামবেল, বারবেল, ওয়েটপ্লেট, চেস্ট প্রেস, লেগ প্রেস, পুল-আপ বার, এক্সারসাইজ ম্যাটসহ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সংযুক্ত করা হয়েছে। খ) হল ক্যান্টিনের চতুর্পাশে রংকরণসহ যাবতীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর পুনরায় ক্যান্টিন চালু করা হয়েছে। গ) জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার’র রুহের মাগফেরাত কামনায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খ) হলের রিডিং রুমগুলোতে নতুন চেয়ার-টেবিল প্রদান ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষধ প্রদান করা হচ্ছে।
২৯। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের উদ্যোগে হল সংসদ সদস্যদের জন্য চেয়ার ক্রয় করা হয়েছে। খ) বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের সহযোগিতায় হল ডাইনিং ও ছাত্রীদের ফ্লোরে স্থাপিত গ্যাসের চুলা সার্ভিসিং করা হয়েছে।
৩০। অমর একুশে হল প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
৩১। ক) রোকেয়া হলে বেগম খালেদা জিয়ার প্রয়াণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খ) হলে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাইকরণ কাজ চলমান রয়েছে।
৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (জানুয়ারি-জুন) পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) আবেদন ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। একইসঙ্গে গবেষণার একটি রূপরেখা (Synopsis)জমা দিতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের পর ভর্তির আবেদন করতে হবে। কোন তথ্য গোপন বা ভুল তথ্য দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এম.ফিল. পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। CGPA নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় CGPA ৫-এর মধ্যে ৩.৫ অথবা CGPA ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত ১টি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে। ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান এবং ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি ধারীদের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে।
৩৩। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল. প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা হয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে ও মাধ্যমে এম.ফিল. প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) আবেদন ফরম ডাউনলোড করা যাবে। ভর্তি ফরমের ফিস বাবদ ১০০০/- টাকা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জনতা ব্যাংক টিএসসি শাখায় জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ফিস বাবদ টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষা পাশের সনদ ও নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এছাড়া, গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত হলে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা সরাসরি এম.ফিল. প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এম.বি.বি.এস./সমমান ডিগ্রিধারী প্রার্থীগণ তাদের ডিগ্রির সঙ্গে সম্বন্ধযুক্ত সংশ্লিষ্ট বিভাগে/ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ২য় বিভাগ/শ্রেণি এবং সিজিপিএ/জিপিএ পদ্ধতিতে ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ও হিজড়া প্রার্থীদের ক্ষেত্রে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ/জিপিএ পদ্ধতিতে ৫.০০-এর মধ্যে ৩.০০ এবং ৪.০০-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের পূর্বে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমতা নিরূপণ কমিটির আহ্বায়কের (ডিন, ফার্মেসী অনুষদ, মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন সংলগ্ন) নিকট আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিসহ ১ (এক) বছরের ছুটি নিয়ে এম. ফিল. প্রোগ্রামে যোগদান করতে হবে। যোগদান পত্রের সঙ্গে ছুটির অনুমোদন পত্র জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক্ষেত্রে ছুটি নেয়ার প্রয়োজন নেই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে গবেষণায় যোগদান করতে হবে। ভর্তি ফি জমা দেয়ার ৩(তিন) মাসের মধ্যে ছুটির অনুমোদন পত্র জমা না দিলে রেজিস্ট্রেশনের বিষয় বিবেচনা করা হবে না। আবেদনকারী যদি কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অথবা গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেক্ষেত্রে বিভাগের/ইনস্টিটিউটের একাডেমিক কমিটি এবং সংশ্লিষ্ট অনুষদ সভার সুপারিশের ভিত্তিতে একাডেমিক পরিষদ তা শিথিল করতে পারে।
৩৪। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বি. এস. (সম্মান) শ্রেণির ১০জন শিক্ষার্থীকে সর্বোচ্চ সিজিপিএ-এর জন্য অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি প্রদান করা হবে।
৩৫। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষে অধ্যায়নরত ১৫০জন শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হবে। এই বৃত্তির জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীদের এক বছরের জন্য ৫০০০/- হাজার টাকা করে প্রদান করা হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৭ (খ) নং কক্ষ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা যাবে।
৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন্য শিক্ষার্থীকে মিতসুবিশি ইউএফজে ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে এককালীন ৫৪,৮০০/ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
৩৭। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি, মঙ্গলবার ও বুধবার বিকেল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ দুপুর ১.০০টা থেকে বিশ্ববিদ্যায়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
৩৮। পদার্থ বিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণা কর্মের উপর ২০১৭,২০১৮,২০১৯,২০২০ ও ২০২১ সনের জন্য পদার্থ বিজ্ঞান রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার প্রদান করা হবে। নগদ ২০,০০০/= (বিশ হাজার) টাকা হারে প্রতি বছরে নগদ পুরস্কারের জন্য গবেষকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
এছাড়া, পদার্থবিজ্ঞান বিষয়ে একজন প্রখ্যাত বিজ্ঞানী/গবেষককে পদার্থ বিজ্ঞান বিষয়ে তাঁর আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ নগদ ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের একটি "Razzaq-Shamsun Nahar Lifetime Achievement Award in Physics, 2017 to 2021" মঞ্জুর করার উদ্দেশ্যে মনোনয়নপত্র আহবান করা হয়েছে।
উপরোক্ত দু’টি পুরস্কারের জন্য আগ্রহী প্রার্থীগণ তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবন বৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণা কর্ম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আগামী ২৫/০১/২০২৬ তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়