ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। বিশ্বব্যাপী উচ্চশিক্ষা মূল্যায়ন সূচকে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়বারের মতো প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ৫২তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ ২০ নভেম্বর, ২০২৫ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশ করে। এ বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট ১২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
২। ডাকসু-এর উদ্যোগে ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য প্রদান করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং ডাকসুর সহ-সভাপতি (ভিপি)। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) অনুষ্ঠান সঞ্চালন করেন।
৩। ‘ভিশনএক্স : এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় প্রজেক্ট শোকেসিং ট্র্যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরআগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশ-বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪১টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
৪। ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসী পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছে। এছাড়া, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে গবেষণায় বিশেষ অবদান রাখায় অনুষদের ৭জন শিক্ষককে ডিন সম্মাননা প্রদান করা হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এছাড়া দুইজনকে বাংলাদেশ ফার্র্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক ও দুইজনকে কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদক দেয়া হয়। ২০২২ ও ২০২৩ সালের বি. ফার্ম. ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ/নম্বর প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থীকে বাংলাদেশ ফার্র্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তি প্রদান করা হয়।
ফার্মেসী অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও কোষাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই উৎসব উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, ডাকসুর সহ-সভাপতি এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সভাপতিত্ব করেন তারুণ্যের উৎসব ২০২৬-এর আহ্বায়ক।
তারুণ্যের উৎসব-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ডাকসু।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ‘ Effective Professional Communication’ শীর্ষক বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন।
শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত Industry Collaboration and Employment Committee (ICEC) এই বিশেষ কোর্স চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সহ কোর্স সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU) এর যৌথ সহযোগিতায় কোর্সটি পরিচালিত হবে।
এই কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই কোর্সের প্রথম ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
৭। সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম সম্পাদিত ‘ভাষা আন্দোলন : ইতিহাস ও উত্তরাধিকার’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব কারাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন।
৮। ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- মো. কামরুল ইসলাম, নাফে বিন মামুন ও মোহাম্মদ শাহেদ হোসাইন ইমন। রানার-আপ টিমের সদস্যরা হলেন- মো. সিয়াম হায়দার, তৌফিকা আরাফাত রোজ ও মুহাম্মদ মুঈনুদ্দীন গাউছ। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন নাফে বিন মামুন।
৯। শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে "সমতার শিল্প" শীর্ষক ৪দিনব্যাপী কর্মশালা বিভাগ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং এস এম সুলতান চারুকলা কলেজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
১০। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং আই.এস.আর.টি. স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে Photography Exhibition অনুষ্ঠিত হয়।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। ২হাজার ৮শ’ ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত এই প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। প্রথম ধাপে ছাত্রী ও ছাত্রদের হল নির্মাণের কাজ শুরু করা হবে। এই প্রকল্পের আওতায় ৩১টি ভবনের স্থাপত্য (Architectural) ও কাঠামোগত (Structural) ডিজাইনের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan - APP) ইতোমধ্যেই ই-জিপি (e-GP) পোর্টালে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU) সরকারি ক্রয় আইন (PPR), আর্থিক বিধিমালা এবং পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত দৃশ্যমান করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ০৫ বছর মেয়াদি প্রকল্পের কাজ ২০৩০ এর মধ্যে শেষ হবে। এই প্রকল্পের অধীনে ৬টি একাডেমিক ভবন নির্মাণ, ২৬০০ জন ছাত্রীর জন্য ৪টি আবাসিক হল নির্মাণ, ৫১০০ জন ছাত্রের জন্য ৫টি আবাসিক হল নির্মাণ, ৫টি ছাত্র হলের জন্য এবং ৪টি ছাত্রী হলের জন্য হাউজ টিউটর আবাসন সুবিধা তৈরি, শিক্ষক ও অফিসারদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণ, ৫টি অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ, ৪টি জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন, বিদ্যমান সার্ভিস লাইন মেরামত/সংস্কার, ১টি খেলার মাঠ উন্নয়ন, ২টি পাবলিক টয়লেট নির্মাণ এবং ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩-০ গোলে ফিন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উত্তরাঞ্চলের ফাইনালে ম্যান অব দি ম্যাচ হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল ইসলাম। একই বিভাগের জিকো ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
দক্ষিণাঞ্চলের ফাইনালে প্রাণিবিদ্যা বিভাগ ট্রাইবেকারে ২-১ গোলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলের প্রতিযোগিতায় ম্যান অব দি ম্যাচ হন প্রাণিবিদ্যা বিভাগের তাসিন। একই বিভাগের গোলকিপার অপু ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকসু’র ভিপি এবং ডাকসু’র ক্রীড়া সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৩। মনোবিজ্ঞান বিভাগের ৫৯তম ও ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং হাজী মুহম্মদ মুহসীন হল ইউনিট বাঁধনের উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান সংশ্লিষ্ট হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধনের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। হাজী মুহম্মদ মুহসীন হল ইউনিট বাঁধনের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ৩৮জন এবং হাজী মুহম্মদ মুহসীন হলের ৪২জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
১৫। ক) কবি জসীম উদ্দীন হলের ১জন শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে কবি জসীম উদদীন হল সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মাননা এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। খ) হলে বাগানের নারিকেল গাছ পরিচর্যার কাজ করা হয়েছে। হল বাগানের নারিকেল হলের শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হয়েছে। গ) হল প্রশাসনের নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের ৪০টি কক্ষের সামনে জুতার র্যাক স্থাপন করা হয়েছে। এছাড়া সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে জুতার র্যাকের সঙ্গে গাছের টব স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে হলের বাকি কক্ষগুলোর সামনে একইভাবে জুতার র্যাক ও গাছের টব স্থাপন করা হবে। ঘ) হল অডিটোরিয়ামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অডিটোরিয়ামের চেয়ার-টেবিল, সোফা, ফ্যানসহ সকল আসবাবপত্র পরিষ্কার করা হয়েছে। এতে অডিটোরিয়ামে মশার উপদ্রব কিছুটা লাঘব হয়েছে। ঙ) হলের বারান্দায় পরিত্যক্ত ও দীর্ঘদিন ধরে অব্যবহৃত জিনিসপত্র অপসারণ করা হয়েছে। এতে হলের করিডোরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতসহ সৌন্দর্যবর্ধন করা সম্ভব হয়েছে।
১৬। ক) অধ্যাপক ড. হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ-এর উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। খ) ৭মার্চ ভবনের ক্যান্টিনের খাবার ও সেবার মান উন্নয়নের জন্য প্রভোস্ট, ক্যান্টিন কমিটি, মেট্রন ও রোকেয়া হল সংসদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৭। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ডাইনিং-এর চুলা মেরামত ও গ্যাসের পুরাতন পাইপ পরিবর্তন করে নতুন পাইপ স্থাপন করা হয়েছে। খ) সিট প্রদানের কাজ চলমান রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৮। ক) কবি সুফিয়া কামাল হলে ৪টি সিসি ক্যামেরা হলের ২টি প্রধান গেইটে ও ক্যান্টিনে বসানো হয়েছে। খ) হলের বাগানের সৌন্দর্য বর্ধনে গাছের ডালপালা পরিষ্কারসহ মৌসুমী ফুলের চারা রোপণ করা হচ্ছে। গ) হল সংসদ অফিসের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করা হয়েছে। ঘ) হলের প্রফুল্ল ভবন ও প্রশাসন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করা হয়েছে। ঙ) প্রতীক্ষা ও প্রত্যাশা ভবনে শিক্ষার্থীদের জন্য পড়ার টেবিল সরবরাহ করা হয়েছে।
১৯। ক) অমর একুশে হলের ১৩জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৮ জনকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৮জন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সহশিক্ষা কার্যক্রমের পারদর্শিতার জন্য ৩জন এবং সামাজিক ও সেবামূলক কার্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৮জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। উপাচার্য হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন। খ) অমর একুশে হল প্রশাসনের অর্থায়নে এবং ব্যবস্থাপনায় ৬৩ ফুট দ্ধ ৪৫ ফুট ক্ষেত্রফলের “নভোনীল” শীর্ষক একটি ফুটসাল গ্রাউন্ড শহিদ জব্বার ভবনের দোতলার ছাদে উদ্বোধন করা হয়। গ্রাউন্ডের পাশে ৫৮ ফুট লম্বা একটি গ্যালারি এবং চারপাশে ২০ ফুট উঁচু লোহার তারের বেড়া দেয়া হয়েছে। এছাড়া রাতে খেলার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। গ) উপাচার্য হল পাঠকক্ষ মনন-এ “বাংলাদেশ কর্ণার” উদ্বোধন করেন। ঘ) ৮ ফুট দ্ধ ৩ ফুট সাইজের চার পাল্লার দেয়ালে লাগানো ২টি শোকেস বাঁধন ও ডিবেটিং ক্লাবের অফিস কক্ষে স্থাপন করা হয়েছে। এছাড়াও হল সংসদ, বাঁধন ও ডিবেটিং ক্লাবের কক্ষে অনার বোর্ড স্থাপন করা হয়েছে। ঙ) ডাকসু-এর উদ্যোগে এবং অমর একুশে হল সংসদের সহযোগিতায় ÒBe a Lifesaver: First Aid BootcampÓ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে-কলমে সিপিআর, স্নেকবাইট ম্যানেজমেন্ট এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের মৌলিক কৌশলসমূহ শিখেেেছন।
২০। ক) শামসুন নাহার হল অডিটোরিয়ামে এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড-এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক “পার্সোনাল হেলথ এন্ড হাইজেন ম্যানেজমেন্ট” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার হল প্রাধ্যক্ষ। খ) শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি ও সাধারন সম্পাদক এর অয়োজনে সিরাত সন্ধ্যা - ২০২৫ অনুষ্ঠিত হয়। গ) হল অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা - ২০২৫ অনুষ্ঠিত হয়।
২১। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বিভিন্ন বিভাগের নিম্নোক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ঃ
ক) গণিত বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের বি. এস (সম্মান) শ্রেণির শিক্ষার্থী আতিকা হাসান পূর্ণতাকে জোবেদা জফির ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। তাকে এককালীন ৮,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে।
খ) দর্শন বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বি. এস (সম্মান) শ্রেণির ২জন শিক্ষার্থীকে ড. মমতাজ উদ্দিন স্মারক বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মাসিক ৫০০/ টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন : আমির হামজা ও সানজিদা ইসলাম জীম।
গ) অণুজীব বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বি. এস (সম্মান) শ্রেণির ৪জন শিক্ষার্থীকে অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের এককালীন ১০,০০০/ টাকা করে বৃত্তি প্রদান করা হবে ।
শিক্ষার্থীরা হলেন : আইরিন জাহান অনামিন, রাশিদা আক্তার রানী, মোঃ ওয়ারেশ মালেক ও সুমাইয়া আক্তার।
ঘ) ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বি. এস (সম্মান) শ্রেণির শিক্ষার্থী প্রিয়া কুন্ডুকে এম.এ খালেক এবং এ.এন এইচ বারী ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। তাকে মাসিক ৩০০/ টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
ঙ) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বি. এস (সম্মান) শ্রেণির ৮জন শিক্ষার্থীকে বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের এককালীন ১৫,০০০/ টাকা করে বৃত্তি প্রদান করা হবে । বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মো: নাফিস ইকবাল সিয়াম, মো: নূরনবী, মো: তুহিন হাসান শোভন মন্ডল, তাছমিয়া তাহলীল, সালাউদ্দিন সোহাগ, মো: বিপুল হোসেন ও তাজকিয়া তাবাস্সুম।
২২। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত ১৫০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হবে। এই বৃত্তির জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এক বছরের জন্য ৫০০০/- হাজার টাকা করে প্রদান করা হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৭ (খ) নং কক্ষ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলসহ আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৭) জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২(দুই) কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্রের ফটোকপি, প্রত্যয়ন পত্র, অভিভাবকের আয়ের সনদ, এইচ এস সি মার্কশিটের ফটোকপি, ভর্তি স্লিপের ফটোকপি এবং প্রতিবন্ধী সনদপত্র (যদি থাকে) জমা দিতে হবে।
২৩। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ০৭:৪৫ মিনিটে ক্যাম্পাসে ‘‘বিজয় র্যালি’’ বের করা হবে। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ অপরাজেয় বাংলা থেকে ‘‘বিজয় র্যালি’’ সহকারে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে যাবেন। স্মৃতি চিরন্তনে সংগীত বিভাগের পরিচালনায় দেশাত্ববোধক গান (মুক্তির গান, বিজয়ের গান) পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
২৪। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ফার্মেসী অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য টোটাল ফিটনেস প্রোগ্রাম বিষয়ক এক সেমিনার ফার্মেসী অনুষদের পিএলটি-তে অনুষ্ঠিত হয়েছে।
২৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার ২য় খন্ড (১৯৯৭ সালে প্রণীত) ও ৩য় খন্ড (২০০৫ সালে প্রণীত) এর সংশোধন /সংযোজনসহ পুনঃমুদ্রণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউট/হল/অফিস সংশ্লিষ্ট ধারা/উপধারাসমূহে কোন সংযোজন/সংশোধন/পরিমার্জন থাকলে তার সিদ্ধান্তের কপিসহ আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৪) (কক্ষ নম্বর-২০৭, প্রশাসনিক ভবন)-এর নিকট হার্ডকপি ও reg.admim4@ du.ac.bd এই ই-মেইলে সফটকপি প্রেরণের জন্য সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউটের পরিচালক, সকল হল/হোস্টেলের প্রাধ্যক্ষ/ওয়ার্ডেন, সকল অফিস প্রধান, সকল ডেপুটি রেজিস্ট্রারকে অনুরোধ করা হয়েছে।
২৬। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার একটি Career Festival & Research Fair অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ডিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের জন্য গঠিত কমিটির আহ্বায়ক, অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান এবং সদস্য সচিব উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হয়।
২০/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়