ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের
সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য ও ডাকসু’র সভাপতি সভায় সভাপতিত্ব করেন। ডাকসু’র ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), ডাকসু’র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উপাচার্য স্বচ্ছ প্রক্রিয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ডাকসুর কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি ডাকসু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় আর্টিক্যাল ২০ (১) (এম) অনুযায়ী সিনেটে ডাকসু’র ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনয়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ডাকসু’র কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
২। ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম আরও সম্প্রসারণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর উপর তাঁরা গুরুত্বারোপ করেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালীয় ভাষা বিষয়ে পাঠদানের জন্য ইতালি থেকে শিক্ষক আনার পাশাপাশি স্থানীয় শিক্ষক নিয়োগের বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।
৩। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে “বৈষম্যহীন সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলা অুনষদের ডিন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান। সভাপতিত্ব করেন সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়ালগের পরিচালক।
৪। ফার্মেসী অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির যৌথ উদ্যোগে “Strengthening Industry-Academia Partnership in Healthcare and Material Science” শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
৫। অণুজীব বিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (BSM) এর সহযোগিতায় International Microorganism Day ২০২৫” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। icddr,b এর Executive Director সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
৬। ক) কবি জসীম উদ্দীন হল সংসদ নির্বাচন ২০২৫-এর ফলাফল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচিতদের অবহিত করা হয়েছে। পাশাপাশি হল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়াকে কোষাধ্যক্ষ মনোনয়ন করা হয়। খ) হলের শিক্ষার্থীদের বসবাসের কক্ষে সংস্কার কাজ চলমান রয়েছে। গ) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কক্ষের সিলিং ও দেওয়ালের লুজ প্লাস্টার অপসারণ করে নতুন প্লাস্টার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে হলের উত্তর ব্লকে ২০টি রুমের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ঘ) শিক্ষার্থীদের ওয়াশরুম ও বেলকনির সিলিং এবং দেওয়াল মেরামত করা হয়েছে। ঙ) কবি জসীম উদ্দীন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিগণ ফরিদপুরস্থ পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ী পরিদর্শন করেন এবং কবির কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।
৭। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। খ) হলে সীট প্রদানের কাজ চলমান রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
৮। ক) রোকেয়া হলে নব নির্বাচিত রোকেয়া হল সংসদ ২০২৫ এর নির্বাচিতদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খ) হল সংসদ কার্যক্রম পরিচালনার জন্য ৭মার্চ ভবনের ৩য় তলায় একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে।
৯। ক) কবি সুফিয়া কামাল হল অফিসের লবিতে ৮টি পয়েন্টে ফ্যান স্থাপন করা হয়েছে। খ) হলে আবাসন পেতে আগ্রহী ৪৫০ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গ) নবনির্বাচিত কবি সুফিয়া কামাল হল সংসদ-২০২৫ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি সুফিয়া কামাল হল সংসদ-২০২৫ এর কোষাধ্যক্ষ মনোনয়ন দেয়া সহ নির্বাচিত শিক্ষার্থীদের নিকট হল সংসদ অফিস কক্ষের চাবি হস্তান্তর করা হয়। ঘ) হলে Ad-din Mother Care Limited এর সৌজন্যে নারী সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১০। ক) অমর একুশে হল সংসদের অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় অমর একুশে হল সংসদের কোষাধ্যক্ষ ও হল সংসদের কার্যকরী কমিটির নব নির্বাচিত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
খ) হলের ডাইনিং (রসনা) এ একটি নতুন ৩০০ লিটারের ফ্রিজার (ডিপ ফ্রিজ) ও হলের ইনডোর গেইমস রুমে একটি ফুসবল মেশিন স্থাপন করা হয়।
১১। সংগীত বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা”র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন।
১২। পদার্থবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. এম. শমশের আলী এবং অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।স্মরণসভায় বক্তারা প্রয়াত অধ্যাপক ড. এম. শমশের আলী এবং অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
১৩। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাফিস খন্দকার রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পিতার নাম গোলাম মাওলা এবং মাতার নাম ইয়াসমিন বেগম। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রূপনগরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী নাফিস খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১৪। স্কানডেনেভিয়ান স্টাডি সেন্টারের পরিচালক, সেন্টার ফর পলিসি রিসার্চ অন বিজনেস এন্ড ডেভেলপমেন্টের পরিচালক, সেন্টার ফর ব্যাংকিং ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পরিচালক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, আর্কাইভস এন্ড হিস্ট্রিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক, সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক এবং ড. রঙ্গলাল সেন সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক হিসেবে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে পৃথক পৃথক আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।
১৫। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২টি আবাসিক শিক্ষক ও ১টি সহকারী আবাসিক শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে হল অফিসে জমা দিতে হবে।
১৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রদত্ত ছক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস/অনুষদ/বিভাগ/হল/ইনস্টিটিউট/রিসার্চ সেন্টার ও গবেষণা কেন্দ্রে কর্মরত ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তা, ৩য় শ্রেণির কর্মচারী (টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের (টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) নামের তালিকা ৩ (দিন) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার-এর নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, অফিসের কোন কর্মকর্তা এবং কর্মচারীর নাম বাদ দেয়া যাবে না। মাতৃত্বকালীন ছুটিতে থাকা বা গুরুতর অসুস্থ কর্মকর্তা/কর্মচারীদের তথ্য মন্তব্যের কলামে অবশ্যই উল্লেখ করতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।